জলপাইগুড়ি, 23 ডিসেম্বর: "উনি হয়তো নিজেকে আদালত ভাবছেন । তাই একের পর এক শুনানির তারিখ দিচ্ছেন ।" রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ডেডলাইন নিয়ে তাঁকে এভাবেই কটাক্ষ করলেন পর্যটন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo criticises Suvendu Adhikari) ৷ শুক্রবার গাজলডোবাতে এক সরকারি বৈঠকে যোগ দেন বাবুল ৷
ওই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, "ওনার তারিখ দেওয়ার পর কী হচ্ছে সবাই তা দেখছে । উনি বারবার তারিখ দিচ্ছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যপার । 14 তারিখ উনি কীসের তারিখ দিয়েছিলেন । উনি একটা করে শুনানির তারিখ দিচ্ছেন । 15 তারিখ ওনার জন্মদিন ছিল, আমারও জন্মদিন ছিল ৷ উনি 14 তারিখ জন্মদিনের পার্টি দিয়েছেন । এমন ডেট দেওয়া যেতে পারে । বিজেপি-তে কী হয় তা আমি জানি । উনি যখন বক্তব্য রাখেন ৷ তখন তাঁর (Babul Supriyo in Gajoldoba) বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই সব বোঝা যায় । মিম ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে ।"