পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বই খুঁটিয়ে পড়ো, পরামর্শ সপ্তম অয়নের - higher secondary examination

উচ্চমাধ্যমিকে 489 নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করল ধুপগুড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্র অয়ন মজুমদার ।

অয়ন মজুমদার

By

Published : May 28, 2019, 9:56 AM IST

জলপাইগুড়ি, 28 মে : মাধ্যমিকে নবম হয়েছিল । উচ্চমাধ্যমিকে আরও দু'ধাপ এগিয়ে সপ্তম স্থান দখল করেছে জলপাইগুড়ি জেলার অয়ন মজুমদার । তার প্রাপ্ত নম্বর 489 । সে ধুপগুড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্র ।

অয়ন বলে, "আমার খুব ভালো লাগছে । প্রত্যাশা ছিল ভালো করার । তাই নিজের খুব আনন্দ লাগছে । আমার এই সফলতার পিছনে পরিবারের লোকজনের অবদান রয়েছে । তাদের উৎসাহ অনস্বীকার্য । বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে সর্বতোভাবে সাহায্য করত । ছয় জন গৃহশিক্ষক ছিলেন । তাঁরাও আমাকে সাহায্য করতেন । আমার বাবা ধুপগুড়ি উচ্চ বিদ্যালয়েরই রসায়নের শিক্ষক । তাই তিনি আমাকে রসায়ন বিষয়ে সবসময় সাহায্য করতেন । ভবিষ্যতে আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আগামী বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অয়নের পরামর্শ, "পাঠ্য বই খুঁটিয়ে পড়ো এবং বিগত দিনের প্রশ্নপত্র অনুসরণ করো । তাহলেই ভালো নম্বর পাওয়া কঠিন ব্যাপার নয় ।"

অয়নের বাবা প্রফুল্ল মজুমদার বলেন, "ভালো লাগছে । এতটাও প্রত্যাশা করিনি ।" পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অয়নের মা বলেন, "ছেলের এই রেজ়াল্টে আমরা খুবই খুশি । ও যে বিষয়ে পড়তে চাইবে সেটাতে পড়াব ।" রেজ়াল্ট প্রকাশিত হওয়ার পর অয়নের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং সহ তৃণমূল নেতারা ।

ABOUT THE AUTHOR

...view details