পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attempt to rape in Jalpaiguri: "অভিযোগ কেন করেছিস", লাগাতার হুমকি সহ্য করতে না পেরে গায়ে আগুন দিল নির্যাতিতা ছাত্রী - Attempt to rape the student in Jalpaiguri

লাগাতার হুমকি সহ্য করতে না পেরে গায়ে আগুন দিল ছাত্রী ৷ অভিযোগ মাস খানেক আগে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় (Attempt to rape in Jalpaiguri) ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে ৷

Attempt to rape in Jalpaiguri
নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

By

Published : Apr 14, 2022, 10:05 PM IST

জলপাইগুড়ি, 14 এপ্রিল:"ধর্ষণের চেষ্টার অভিযোগ কেন করেছিস?" এইভাবেই নির্যাতিতা নাবালিকা ছাত্রীকে হুমকি দেওয়া হচ্ছিল । অভিযুক্তদের তরফে হুমকি সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করল ছাত্রী (Attempt to rape in Jalpaiguri)। ঘটনায় আটক হয়েছে এক অভিযুক্ত। জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের ঘটনা । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। ময়নাগুড়ি থানায় অভিযোগ করার পরেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ । এদিন নাবালিকা আত্মহত্যার চেষ্টার ঘটনার পরেই আসরে নামে ময়নাগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন :Hanskhali Rape : হাঁসখালির ধর্ষিতার শ্রাদ্ধে রাজি নন কোনও পুরোহিত-ক্ষৌরকার ! হুমকির ভয়, বলছে পরিবার

নাবালিকার বাবার অভিযোগ, অভিযুক্ত অজয় রায় ও তার বন্ধুরা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ। এই কারণে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না ৷ জানা গিয়েছে, মাস খানেক আগে নাবালিকার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী অজয় রায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সালিশি সভায় সমস্যার সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার। এরপর থেকে বিভিন্নভাবে নাবালিকাকে হুমকি দেওয়া হচ্ছিল অভিযুক্তের তরফে। স্কুলে যাবার পথে মারা হবে। বাবা-মাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার অপরিচিত দুই যুবক এসে আবার হুমকি দেয় বলে জানান নাবালিকার বাবা। তিনি বলেন, "বৃহস্পতিবার সকাল থেকে মেয়ে ভয়ে ছিল ৷ দুপুরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। জলপাইগুড়ি সুপার হাসপাতালে নিয়ে আসা হয়েছে মেয়েকে, চিকিৎসক উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছেন। কি করব কিছুই বুঝতে পাচ্ছি না।"

এদিকে ময়নাগুড়ি ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিব শঙ্কর দত্ত জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা । আমরা নাবালিকারের পরিবারের পাশে আছি। পুলিশ আইনানুগ ব্যবস্থা করুক এটাই চাই । মেয়েটিকে উত্যক্ত করা হয়েছিল । তাই সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে শুনেছি ।

পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, অভিযুক্তের ভাই বিজয় রায়কে গ্রেফতার করা হয়েছে ৷ জিজ্ঞাসাবাদ চলছে । মূল অভিযুক্ত পলাতক । খোঁজ চলছে।

ABOUT THE AUTHOR

...view details