পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়নাগুড়িতে BJP-র বুথ সভাপতির উপর হামলা, অভিযুক্ত তৃণমূল - trinomul-congress

কয়েকদিন আগে ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে আক্রান্ত হয়েছিলেন এক তৃণমূল কর্মী । এরই মধ্যে এবার সেখানে এক BJP কর্মীর উপর হামলার অভিযোগ উঠল ।

Bjp activist Girish Roy
BJP কর্মী গিরিশ রায়

By

Published : Feb 18, 2020, 10:12 PM IST

জলপাইগুড়ি ,18 ফেব্রুয়ারি : ময়নাগুড়ির চূড়াভাণ্ডারের ভাঙারহাটে BJP বুথ সভাপতির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল পুলিশ ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

আহত অবস্থায় গিরিশ রায়কে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় । পরে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । দু'দিন আগেই চূড়াভাণ্ডারে এক তৃণমুল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছিল BJP কর্মীর বিরুদ্ধে ৷ এরই মধ্যে আজ BJP বুথ সভাপতির উপর হামলার অভিযোগ উঠল ।

আহত BJP কর্মী গিরিশ রায়

জলপাইগুড়ির BJP জেলা সভাপতি বাপী গোস্বামীর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ময়নাগুড়ির চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙারহাটের বুথ সভাপতি গিরিশ রায়ের উপর হামলা চালায় । পুলিশকে সঙ্গে নিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ।

এদিকে ময়নাগুড়ির তৃণমূল নেতা মনোজ রায় বলেন, পুলিশ আজ ওখানে অভিযান চালাতে গিয়েছিল । পুলিশকে দেখে পালাতে গিয়েই এই ঘটনা ঘটেছে । তৃণমূলের কেউ ওখানে ঝামেলা করতে যায়নি । ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার IC অসীম গোপ

ABOUT THE AUTHOR

...view details