জলপাইগুড়ি , 28 এপ্রিল : করোনা পরিস্থিতিতে সংক্রমণ রুখতে তিস্তা নদীর চর সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ সেই মর্মে আজ সকাল থেকেই সেইসব অবৈধ নির্মাণ ভেঙে ফেললেন জলপাইগুড়ি জেলা প্রশাসনিক কর্তারা ৷
জেলাশাসকের দফতর সংলগ্ন জুবলি পার্কে বিচারপতির আবাসন ৷ তার পার্শ্ববর্তী এলাকায় প্রতিদিন সন্ধ্যায় জুবলিপার্ক সংলগ্ন তিস্তার বাঁধে ও তিস্তার রিভার বেডে অবৈধ ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয় ৷ বিচারকদের আবাসনের চারপাশে প্রচুর মানুষজন বসেন । ফলে করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা থেকে যায় বহুলাংশে ৷ তাই 24 ঘণ্টার মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ৷