পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Remembering Bappi Lahiri : চালসায় বেড়াতে গিয়ে বালিশে বসে তবলা বাজাতেন ছোট্ট বাপ্পি - As a child Bappi Lahiri used to go to Chalsa in Jalpaiguri with his father

ছোটবেলায় জলপাইগুড়ির চালসায় বেড়াতে যেতেন বাপ্পি লাহিড়ী (Bappi Lahiris Connection with Jalpaiguri) ৷ এমনকি শালবাড়িতে গানের আসরে তিনি তবলা বাজাতেন ৷ এমনই সব স্মৃতি উঠে এলো চালসার বাসিন্দাদের কথায় (Remembering Bappi Lahiri) ৷

Bappi Lahiri Childhood Photo
In Childhood Bappi Lahiri Went Chalsa in Jalpaiguri With Father

By

Published : Feb 16, 2022, 12:51 PM IST

চালসা (জলপাইগুড়ি), 16 ফেব্রুয়ারি : ছোটবেলায় শিলিগুড়িতে মামার বাড়ি গেলে, সেখান থেকে জলপাইগুড়ির চালসায় মাঝেমধ্যেই বেড়াতে যেতে বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri Went Chalsa in Jalpaiguri With Father) ৷ ছোটবেলার অনেকটা সময় সেখানেই কাটিয়েছেন তিনি ৷ তবে, শুধু বেড়াতে যেতেন না ৷ চালসায় মামাতো দাদা ধ্রুবতোষ চৌধুরীর বন্ধুর বাড়িতে গানের আসর বসত ৷ সেখানে বালিশে বসে তবলা বাজাতেন প্রয়াত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী ৷

বুধবার সকালে মুম্বইয়ের জুহুর এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীত শিল্পী ৷ মৃত্যুকালে 69 বছর বয়স হয়েছিল তাঁর ৷ শিলিগুড়ির ব্যবসায়ী ধ্রুবতোষ চৌধুরী বাপ্পি লাহিড়ীর মামাতো দাদা ৷ তিনি চালসাতে ডুয়ার্স ইঞ্জিনিয়ারিং কারখানার অন্যতম পার্টনার ছিলেন ৷ সেই সূত্রে বাপ্পি লাহিড়ী তাঁর বাবা অপরেশ লাহিড়ীর সঙ্গে চালসায় যেতেন ৷ সেখানে তাঁদের এক আত্মীয়ের বাড়ি গানের আসর বসত ৷ সেই আসরে তবলা বাজাতেন বাপ্পি লাহিড়ী (Remembering Bappi Lahiri) ৷

আরও পড়ুন : Bappi Lahiri A Memorable Journey : ফিরে দেখা ডিস্কো কিং বাপ্পিদার বর্ণময় সঙ্গীত যাত্রা

এনিয়ে চালসার ব্যবসায়ী রামু দত্ত বলেন, "বাবা-মা-র কাছে শুনেছি আমাদের ডুয়ার্স ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম পার্টনার ধ্রুবতোষ চৌধুরী ৷ যাঁকে আমরা ঢুয়োকাকু বলে ডাকতাম ৷ সেই ঢুয়োকাকুর সঙ্গে বাপ্পি লাহিড়ী চালসাতে এলে শালবাড়িতে তবলা বাজাতেন । ছোট ছিলেন তাই বালিশের উপরে বসেই তবলা বাজাতেন ৷ বাপ্পি লাহিড়ী যখন চালসায় আসতেন আমরা তখন খুবই ছোট ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details