পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে মোহন বোসের বাড়িতে অরূপ বিশ্বাস - জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস

বৃহস্পতিবার মোহন বোস এর সঙ্গে দেখা করলেন অরূপ বিশ্বাস । জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হলেন মোহন বোস ।

Arup biswas met with mohan bose in jalpaiguri
Arup biswas met with mohan bose in jalpaiguri

By

Published : Jul 9, 2020, 5:54 PM IST

Updated : Jul 9, 2020, 8:27 PM IST

জলপাইগুড়ি, 9 জুলাই : জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোসের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের জলপাইগুড়ির পর্যবেক্ষক অরূপ বিশ্বাস । জেলা কমিটি ঘোষণা হলেও জলপাইগুড়ি পৌরসভার ১৭ বছরের চেয়ারম্যান মোহন বোসকে কমিটিতে রাখা হয়নি । এর আগেও পৌরবোর্ডের মেয়াদ শেষ হবার পরে পৌরসভার প্রশাসক বোর্ডে রাখা হয়নি তাঁকে । এতে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মোহন বোস । গতকাল জেলা কমিটি ঘোষণা হলেও মোহন বোসকে কমিটিতে রাখা হয়নি । এর আগে তাঁর সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । আজ অরূপ বিশ্বাস মোহন বোসের বেগুনটারির বাড়িতে গিয়ে তাঁর শারীরিক খোঁজ খবর নেন ।

প্রশাসক মণ্ডলীতে স্থান না পাওয়ার পরেই মোহন বোসের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল । দলের সভাপতি কিষাণ কল্যাণীর চক্রান্তে প্রশাসক বোর্ডে রাখা হয়নি এমন অভিযোগ করেছিলেন তিনি । গৌতম দেব দেখা করার পরেই তাঁর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়া হয় । এরপর আজ অরূপ বিশ্বাস এসে তাঁকে আশ্বস্ত করেন ।

অরূপ বিশ্বাস বলেন, “মোহন বোস অসুস্থ তাই ওনাকে দেখতে এসেছিলাম । আমি জলপাইগুড়ি এলেই ওনার সাথে দেখা করতে আসি । আমাকে ওঁর কোনও ক্ষোভ বিক্ষোভের কথা জানায়নি । উনি আমাদের দলের চেয়ারম্যান ছিলেন । মোহন বোস দলে ছিল, আছে এবং থাকবে ।”

অন্যদিকে মোহন বোস বলেন, “আজ অরূপ বিশ্বাস আমার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন । রাজনীতি নিয়েও কথা হয়েছে । দলের বর্তমান পরিস্থিতি নিয়ে জানিয়েছি । আমি আমার অভিমত জানিয়েছি । হাইকমান্ডকে বিষয়টা দেখা উচিৎ বলে দাবি করেছি । কিষাণ কল্যানীর নেতৃত্বে দল করব না আগেই বলেছিলাম । এক মাস পর ফের অরূপ বিশ্বাস আসবেন তখন ফের আলোচনা হবে আমাদের সাথে । আপাতত চন্দন ভৌমিককে অরূপ বিশ্বাস লিয়াজো করার জন্য দায়িত্ব দিয়েছেন ।”

Last Updated : Jul 9, 2020, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details