জলপাইগুড়ি, 9 জুলাই : জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোসের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের জলপাইগুড়ির পর্যবেক্ষক অরূপ বিশ্বাস । জেলা কমিটি ঘোষণা হলেও জলপাইগুড়ি পৌরসভার ১৭ বছরের চেয়ারম্যান মোহন বোসকে কমিটিতে রাখা হয়নি । এর আগেও পৌরবোর্ডের মেয়াদ শেষ হবার পরে পৌরসভার প্রশাসক বোর্ডে রাখা হয়নি তাঁকে । এতে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মোহন বোস । গতকাল জেলা কমিটি ঘোষণা হলেও মোহন বোসকে কমিটিতে রাখা হয়নি । এর আগে তাঁর সঙ্গে দেখা করতে আসেন তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । আজ অরূপ বিশ্বাস মোহন বোসের বেগুনটারির বাড়িতে গিয়ে তাঁর শারীরিক খোঁজ খবর নেন ।
প্রশাসক মণ্ডলীতে স্থান না পাওয়ার পরেই মোহন বোসের নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল । দলের সভাপতি কিষাণ কল্যাণীর চক্রান্তে প্রশাসক বোর্ডে রাখা হয়নি এমন অভিযোগ করেছিলেন তিনি । গৌতম দেব দেখা করার পরেই তাঁর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়া হয় । এরপর আজ অরূপ বিশ্বাস এসে তাঁকে আশ্বস্ত করেন ।