পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রং-তুলিতে সচেতনতার বার্তা জলপাইগুড়ির 24 নং ওয়ার্ডের খুদে বাসিন্দাদের - corona

ছাত্রছাত্রীদের উৎসাহ যোগাতে অভিনব উদ্যোগ নিল কাউন্সিলর। ঘরে বসে কোরোনা সচেতনতার ছবি আঁকাল ছাত্রছাত্রীরা।

jalpaiguri
জলপাইগুড়ি

By

Published : Apr 29, 2020, 3:22 PM IST

জলপাইগুড়ি, 29 এপ্রিল : কোরোনা ভাইরাসের সচেতেনতায় সামিল জলপাইগুড়ির পুরসভার ২৪ নং ওয়ার্ডের ১৩০ জন খুদে বাসিন্দারা। সচেতনতার বার্তা দিল রং-তুলির মাধ্যমে ৷ শুধু সচেতন করাই একমাত্র উদ্দেশ্য নয় ৷ ঘরবন্দী অবস্থায় সাময়িক আনন্দ দেওয়াও হল এর আরেক উদ্দেশ্য ৷ এছাড়াও উপরি পাওনা হিসাবে রয়েছে পুরস্কার ৷ আর এই অভিনব উদ্যোগের কর্মকর্তা হলেন ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। তিনি এই প্রয়াসের নাম দিয়েছেন "ঘরে বসে আঁকো" ৷

অনলাইনের মাধ্যমে হল এই আঁকার প্রতিযোগিতাটি । নিজের বাড়িতে বসেই ১৩০ জন পড়ুয়া কোরোনা সচেতনতার বিষয়টি ছবির মধ্য দিয়ে তুলে ধরল। উদ্যোক্তাদের মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইতিমধ্যেই নিজেদের আঁকা ছবি পাঠিয়ে দিয়েছে তারা ।

এই অভিনব প্রতিযোগিতাটিতে ছিল তিনটি বিভাগ। প্রত্যেকটি বিভাগের ছাত্রদেরকে এক একটি নির্ধারিত বিষয়ের উপর আঁকাতে বলা হয়েছিল ৷ যেমন, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের আঁকার বিষয় ছিল 'আমরা যখন ঘরবন্দী'। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি ছাত্রদের আঁকতে হল 'কোরোনা আক্রান্ত পৃথিবী' ৷ আর তৃতীয় বিভাগের ছাত্র অর্থাৎ সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রদের আঁকার বিষয় 'কোরোনা থেকে বাঁচতে সচেতনতাই আমাদের ভরসা।' বলে দেওয়া এই সকল বিষয়গুলিকে মাথায় রেখে এরা প্রত্যেকেই আঁকল ৷

আঁকার মাধ্যমে কেউ কেউ মাস্ক পরে চলাচল করার বার্তা দিল ৷ রং-তুলি দিয়ে কেউ স্যানিটাইজার ব্যবহারের বার্তাও দিল ৷ আবার কেউ আঁকলো এক সুন্দর পৃথিবীর ছবি যেখানে কোরোনার ভয় নেই । অনেকে আবার অনলাইনে সাবধানতার ছবি পাঠাল, যাতে দেখানো হল হাত ধুয়ে, মাস্ক পরে করোনা থেকে নিজেদের কীভাবে সুরক্ষিত কিভাবে রাখতে হবে তা ৷

বিষয়টি নিয়ে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সী জানান , "লক ডাউনের জেরে সকল ছাত্রছাত্রী ঘরবন্দী হয়ে আছে । তাদের মধ্যে সচেতনতা বাড়াতে,তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। আশা করছি , দু'দিনের মধ্যে প্রতিযোগিতার ফল প্রকাশ করা যাবে । কে প্রথম হল সেটা বড় বিষয় নয়। ঘরবন্দী অবস্থায় সচেতনতার জন্য এই উদ্যোগ নিয়েছিলাম ৷ "

ABOUT THE AUTHOR

...view details