পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে বাজেয়াপ্ত প্রায় 24 হাজার লিটার কেরোসিন - 24 thousands litre kerosene seized

রানিনগরে একটি কেরোসিনবাহী ট্যাঙ্কার আটক করা হয় । তাতে 24 হাজার লিটার কেরোসিন ছিল বলে অনুমান । দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

jalpaiguri
jalpaiguri

By

Published : Jun 14, 2020, 9:18 PM IST

জলপাইগুড়ি, 14 জুন : উত্তরপ্রদেশে যাওয়ার আগে জলপাইগুড়িতে কেরোসিন ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল পুলিশ । খবর পেয়ে জলপাইগুড়ি থানার পুলিশ বিশেষ অভিযান চালায় । রানিনগরে কেরোসিনবাহী ট্যাঙ্কারটিকে আটক করা হয় । দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল মোহন লাল ও প্রেম পাল ।

জলপাইগুড়ি থানা সূত্রে খবর, ট্যাঙ্কারটিতে 24 হাজার লিটার কেরোসিন রয়েছে বলে অনুমান । এই তেল কে কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে । প্রাথমিকভাবে জানা গেছে, বানারহাটের তেলিপাড়া থেকে উত্তরপ্রদেশের দিকে যাচ্ছিল এই ট্যাঙ্কারটি ।

মোহন লাল ও প্রেম পাল উত্তরপ্রদেশের বাদাউন জেলার বাসিন্দা । ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে । এবং দুজনকেই রিমান্ডে নেওয়া হবে । কারা কারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details