জলপাইগুড়ি, 3 মার্চ : অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে প্রতারণার শিকার সেনাবাহিনীর জওয়ান ৷ জানা গেছে, পরিবারকে টাকা পাঠাচ্ছিলেন ওই সেনাকর্মী ৷ কিন্তু তাঁর প্রায় 68 হাজার টাকা গায়েব হয়ে যায় ৷ এরপর তিনি অভিযোগ দায়ের করেন জলপাইগুড়ি সাইবার থানায় ৷ তদন্তে নেমে পুলিশ মুম্বই থেকে দু'জনকে গ্রেপ্তার করে ৷ তাদের মধ্যে একজন মহিলা ও একজন যুবক ৷ জানা গেছে, ওই মহিলা প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড ৷
পরিবারকে টাকা পাঠাতে গিয়ে প্রতারিত সেনাকর্মী, গ্রেপ্তার মহিলা - arrested one by Jalpaiguri cyber crime police
পরিবারকে টাকা পাঠাতে গিয়ে প্রতারণার শিকার সেনাকর্মী ৷ পুলিশ তদন্তে নেমে গোরেগাঁও ইস্ট মুম্বই থেকে প্রতারণার মাস্টারমাইন্ড ওই মহিলাকে গ্রেপ্তার করে ৷
![পরিবারকে টাকা পাঠাতে গিয়ে প্রতারিত সেনাকর্মী, গ্রেপ্তার মহিলা cyber_crime](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6281263-443-6281263-1583237298193.jpg)
সাইবার থানা সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের বাসিন্দা সত্যেন্দ্র যাদব নামে ওই ব্যক্তি জলপাইগুড়িতে সেনাবাহিনীতে কর্মরত । তিনি অ্যাপের মাধ্যমে বাড়িতে টাকা পাঠান ৷ গত বছরের 2 অগাস্ট তিনি 8 হাজার টাকা পাঠান । কিন্তু সেই টাকা তাঁর পরিবার পায়নি । এরপর কাস্টমার কেয়ারে ফোন করলে জানানো হয় একটি সফটওয়্যার ডাউনলোড করলে ওই টাকা ফের অ্যাপে চলে আসবে । কিন্তু এরপর তাঁর 60 হাজার টাকা গায়েব হয়ে যায় । এরপর ওই সেনাকর্মী সাইবার থানায় অভিযোগ দায়ের করেন । সাইবার থানার পুলিশ তদন্তে নেমে দেখে ওই টাকা অনলাইন টাকা লেনদেন একটি অ্যাপের অ্যাকাউন্টে চলে গেছে । এরপর সেখান থেকে মুম্বইয়ের একটি অ্যাকাউন্টে যায় । সেই অ্যাকাউন্টটি রেহাব মেহমুদ শেখের । পুলিশ জানিয়েছে, ওই মহিলা একটি কল সেন্টারে কাজ করতেন । তিনিই এই প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড ৷ এরপর গোরেগাঁও ইস্ট মুম্বই থেকে ওই মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে ।