জলপাইগুড়ি, 18 এপ্রিল: সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট গড়তে উদ্যোগ বিন্নাগুড়ি সেনা ছাউনিতে । 1 কোটি 2 লক্ষ টাকা ব্যয়ে করা হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (solid waste management project at Binnaguri barrack) । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সাংসদের কাছে অর্থ চাইল সেনা । ইতিমধ্যেই সাংসদ তহবিল থেকে অর্থ দিতে রাজি হয়েছেন দুই সাংসদ ৷
উত্তর-পূর্ব ভারতের অন্যতম সেনা ছাউনি হল বিন্নাগুড়ি । কয়েক হাজার সেনা আধিকারিক, কর্মী ও তাঁদের পরিবার এখানে বসবাস করে। ফলে প্রচুর বর্জ্য পদার্থও জমা হয় । সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট চালু করা গেলে খুব উপকার হবে । তাই বিন্নাগুড়ি সেনা ছাউনি-সহ বিন্নাগুড়ির বর্জ্য সংগ্রহ করে এই প্রজেক্ট করতে আগ্রহী সেনা ।
জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় বলেন, "সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের এখানে ভাল ভাবে করা হয় না। শিলিগুড়ি, জলপাইগুড়ি বা যেখানেই হোক, এই চত্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভাল নেই । সেনাবাহিনী থেকেই বিন্নাগুড়িতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে চায় । সেনা এর জন্য় আড়াই একর জমি চাইছে ৷ রাজ্য যদি সেনাবাহিনীকে জমি দিতে রাজি হয়, তাহলে আমরা সাংসদ তহবিল থেকে টাকা দিতে রাজি আছি । মেশিনের মাধ্যমে প্লাস্টিকের বর্জ্যকে আলাদা করা যায় ৷"