জলপাইগুড়ি, 29 জুন : উত্তরবঙ্গকে (North Bengal) আলাদা রাজ্য হিসেবে গড়ে তোলার দাবি ক্রমশ জোরালো হতে শুরু করেছে ৷ এবার এই দাবিতে সামিল হলেন আরও এক বিজেপি বিধায়ক ৷ জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরার দাবি, উত্তরবঙ্গ বঞ্চিত ৷ তাই আলাদা রাজ্যের দাবি উঠছে ৷
উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গের থেকে আলাদা করে নতুন একটি রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল (Separate Statehood) করে দেওয়ার দাবি সম্প্রতি প্রথম তোলেন আলিপুরদুয়ারের সাংসদ বিজেপির (BJP) জন বার্লা ৷ তাঁর যুক্তি ছিল, উত্তরবঙ্গে সঠিক উন্নয়ন হয়নি ৷ এখানকার মানুষ অত্যাচারিত ৷ তাই উত্তরবঙ্গের সঠিক উন্নয়নের স্বার্থে, সাধারণের মানুষের ভালোর জন্য আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জরুরি ৷
আরও পড়ুন :বঙ্গভঙ্গ প্রস্তাবকারী দুই সাংসদের বিরুদ্ধে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের
জন বার্লা এই দাবি পেশ করার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়ে যায় ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতারা সমস্বরে আসরে নেমে পড়েন ৷ বিজেপির গায়ে বিচ্ছিন্নতাবাদী তকমা সেঁটে দেওয়া হয় ৷ যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের একাধিক নেতা এই ইস্যুতে প্রকাশ্যে দূরত্ব বজায় রাখতে শুরু করেন ৷ এই দাবি কোনও কোনও নেতার ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেও গেরুয়া শিবির থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷
তার পরও উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি চাপা পড়ে যায়নি ৷ বরং বেড়েছে ৷ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকজন বিজেপি নেতা এবং জনপ্রতিনিধি এই দাবিতে সরব হয়েছেন ৷ কেউ ঘুরিয়ে জন বার্লার দাবিকে সমর্থন করেছেন ৷ আবার কেউ সরাসরি পৃথক রাজ্য গঠনের দাবি তুলেছেন ৷