পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সফল কার্যপ্রণালী অনুষ্ঠান, সার্কিট বেঞ্চ চালুর দিন থাকবেন প্রধান বিচারপতি - mamata banerjee

আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী উদযাপন হল। আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

সফল কার্যপ্রণালী অনুষ্ঠান

By

Published : Mar 9, 2019, 7:37 PM IST

জলপাইগুড়ি, ৯ মার্চ : আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কার্যপ্রণালী উদযাপন হল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আজকের এই অনুষ্ঠানে সবাই আসার ফলে একটা আলাদা মাত্রা পেয়েছে। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি।" আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তাঁর বক্তব্যে বলেন, "আগেই প্রধানমন্ত্রী এই সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন। এখন আমরা কার্যকারিতা শুরুর অনুষ্ঠান করলাম। প্রধানমন্ত্রী আমাদের বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন। তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।"

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, "আমি আজ খুব খুশি। ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেছেন। আপাতত ৪ জেলা নিয়ে এই বেঞ্চ কাজ করবে। এই বেঞ্চের ফলে আইনজীবীরা প্র্যাকটিস করতে পারবেন। ৫৫ বছর আগে দাবি শুরু হয়েছিল। ক্রমাগত প্রচেষ্টার ফল এই সার্কিট বেঞ্চ। এখানকার আইনজীবীরা হাইকোর্টের নিয়মকানুন জানে না তাঁদের ট্রেনিং দিতে হবে।"

১১-১৫ মার্চ পর্যন্ত টানা চলবে সার্কিট বেঞ্চের কাজ। কাজ শুরুর প্রথমদিন প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ছাড়াও থাকবেন বিচারপতি মহম্মদ মুমতাজ খান, বিচারপতি অরিন্দম মুখার্জি ও বিচারপতি মধুমতি মিত্র। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে একটি ডিভিশন বেঞ্চ এবং দুটি সিঙ্গল বেঞ্চ থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলার মামলাগুলির শুনানি এই সার্কিট বেঞ্চে হবে। ইতিমধ্যেই জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নামে আত্মপ্রকাশ করেছে।

ABOUT THE AUTHOR

...view details