জলপাইগুড়ি, 16 জানুয়ারি: দেহ কাঁধে করে বয়ে নিয়ে যাওয়ার ঘটনায় জামিন পেলেন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস (Ankur Das Gets Bail) ৷ জামিনে মুক্ত হয়ে বেরিয়ে গুরুতর অভিযোগ করলেন তিনি ৷ জানালেন, কোনও প্রভাবশালীর নির্দেশেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল ৷ এমনকী পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁকে চাপ দেওয়া হয়েছিল, সংবাদমাধ্যমের নাম এর সঙ্গে জড়াতে ৷ এদিন জামিনে মুক্তি পেয়ে এমনই অভিযোগ করেছেন অঙ্কুর দাস ৷ যদিও, পুলিশ এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ৷
উল্লেখ্য, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত লক্ষ্মীরানি দেওয়ানের দেহ কাঁধে বয়ে (Body Carrying Case) বাড়ি নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী এবং ছেলে ৷ অভিযোগ ওঠে হাসপাতালের রোগী কল্যাণ ও ওয়ার্ড মাস্টার দেহ বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি ৷ এমনকি হাসপাতালের বাইকে থাকা বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকরা 3 হাজার টাকা চেয়েছিল ৷ সেই টাকা দিতে না পারায়, লক্ষ্মীরানি দেওয়ানের দেহ কাঁধ বয়ে নিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা ৷ রাস্তায় স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস বিষয়টি দেখলে সাহায্য় করেন ৷