পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ananta Maharaj: নজরে রাজবংশী ভোট, অনন্ত মহারাজ কি রাজ্যসভায় বিজেপি প্রার্থী ? - Ananta Maharaj may be the candidate of bjp

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ রাজ্যসভায় এরাজ্য থেকে বিজেপি প্রার্থী হতে পারেন ৷ তাঁকে পদ্ম শিবির প্রস্তাব দিয়েছে, এমনই খবর ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 11, 2023, 8:49 PM IST

জলপাইগুড়ি, 11 জুলাই: উত্তরবঙ্গে রাজবংশী ভোটকে টার্গেট করে কী তবে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করতে চলেছে বিজেপি ? সূত্রের খবর, এক বিজেপি নেতার সঙ্গে সম্প্রতি বৈঠক হয় অনন্ত মহারাজের ৷ সূত্রের খবর, বিজেপির তরফে অনন্ত মহারাজকে এরাজ্য থেকে রাজ্যসভায় প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তবে তিনি এই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা জানা যায়নি ৷ তবে অনন্ত মহারাজের বিজেপির হয়ে রাজ্যসভায় প্রার্থী হওয়া নিয়ে জল্পনা জোরালো হয়েছে ৷

রাজবংশী নেতা হিসেবে অতি পরিচিত মুখ অনন্ত মহারাজ। রাজনৈতিক মহলের একাংশ মনে করে অনন্ত মহারাজ এমন একজন ব্যক্তি, যাঁকে বিজেপি বা তৃণমূল কংগ্রেস কোনও পক্ষই চটাতে চায় না ৷ কারণ রাজবংশী ভোট নির্বাচনে ভালো প্রভাব ফেলতে পারে ৷

উল্লেখ্য, সোমবারই রাজ্যসভার 6টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেই তালিকায় অনন্ত মহারাজের নাম নেই ৷ তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ ফলে জল্পনা ছড়ায় তাঁর তৃণমূল প্রার্থী হওয়া নিয়ে ৷ কিন্তু তা না হওয়ায় মনে করা হচ্ছে আসরে নেমেছে বিজেপি ৷ এমনিতে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ভালো সম্পর্ক অনন্ত মহারাজের ৷ সম্প্রতি অনন্ত মহারাজের বাড়িতেও যান নিশীথ ।

উত্তরবঙ্গে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। উত্তরের বেশকিছু আসনে রাজবংশী ভোট যেদিকে যায় লোকসভা আসন সেই দলের পক্ষে যায়, এমনটাই মনে করা হয় ৷ শুধু তাই নিয় অন্যান্য নির্বাচনেও রাজবংশীদের ভোটের ওপর প্রার্থীদের ভাগ্য নির্ভর করে । ফলে রাজবংশী ভোটকে কোনওভাবেই হারাতে চায় না বিজেপি । 2024 লোকসভা নির্বাচনেও কোচবিহার,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর জেলায় রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর ৷ নিশীথ প্রামাণিকও কোনওভাবেই কোচবিহারের রাজবংশী ভোটকে হাতছাড়া করতে রাজি নয় ৷ তাই প্রথম থেকেই তিনি ভালো সম্পর্ক রেখে চলেছেন অনন্ত মহারাজের সঙ্গে ৷

আরও পড়ুন: 'নো ভোট টু মমতা'র প্রচার মানুষ 'ভোট ফর মমতা' করে দিয়েছে, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

গত লোকসভা নির্বাচনে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের জয়ের পিছনেও রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল । 2016 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে বীরপাড়ায় প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বীরপাড়ায় প্রধানমন্ত্রীর সেই সভামঞ্চ থেকে বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা ঘোষণা করেছিলেন অনন্ত মহারাজ । সেই থেকে বিজেপির প্রার্থীদের জেতানোর জন্য পদ্ম শিবিরের জোট সঙ্গী হন অনন্ত মহারাজ । 2019 সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ও নিম্ন অসমে বিজেপি প্রার্থীদের জন্য জনসভা ও বিধানসভা নির্বাচনেও প্রচার করেন অনন্ত মহারাজ । কেন্দ্রীয় সরকার অনন্ত মহারাজের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে নিরাপত্তা দেওয়ারও ব্যবস্থা করে ।

ABOUT THE AUTHOR

...view details