পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেটেলিতে দুর্ঘটনায় মৃত 1 - জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা

গতরাতে গাড়ি করে মেটেলি ব্লকের চালসা থেকে বাতাবাড়ির দিকে আসছিলেন সঞ্জীব চক্রবর্তী সহ দু'জন । সেই সময় একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয় ।

ছবি
ছবি

By

Published : Jun 24, 2020, 3:58 PM IST

জলপাইগুড়ি, 24 জুন : পথ দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়রের । গুরুতর আহত হয়েছেন আরও দু'জন । জলপাইগুড়ির বাতাবাড়ি ও চালসার মাঝে দুর্ঘটনাটি ঘটে । মৃতের নাম সঞ্জীব চক্রবর্তী ।

গতরাতে গাড়ি করে মেটেলি ব্লকের চালসা থেকে বাতাবাড়ির দিকে আসছিলেন সঞ্জীব চক্রবর্তী সহ দু'জন । 31 নম্বর জাতীয় সড়কে ধুপঝোরা মোড় এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । দুমড়ে মুচড়ে যায় তাঁদের গাড়িটি । ঘাতক গাড়িটি পালিয়ে যায় । খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও স্থানীয়রা সেখানে আসে । উদ্ধারকাজ শুরু হয় ।


আহতদের উদ্ধার করে চালসা মঙ্গলবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানেই সঞ্জীব চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করা হয় । প্রাথমিক চিকিৎসার পর দু'জনকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় । আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান মেটেলির OC মুরারি মোহন সাহা।

ABOUT THE AUTHOR

...view details