জলপাইগুড়ি, 7 ফেব্রুয়ারি : যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে । তিন মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতি । ওই কিশোরের বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ করেছে যুবতির পরিবার । জলপাইগুড়ির সদর ব্লকের রায়পুর চা বাগানের ঘটনা ।
যুবতির পরিবারের অভিযোগ দেড় বছর ধরে রায়পুর চা বাগানের ওই যুবতির সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিল কিশোরের । এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে । বর্তমানে যুবতি তিন মাসের গর্ভবতী বলে দাবি যুবতির পরিবারের ।