জলপাইগুড়ি, 12 অগস্ট: তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেলে জল মহোৎসবে যোগ দিলেন সেনা জওয়ানরা (Amrit Mahotsav Celebrated by Army Personnels in Teesta-Mahananda Link Canal)।
অনুষ্ঠানে ইন্ডিয়ান এয়ার ফোর্স, সিআরপিএফ, এনসিসি, পশ্চিমবঙ্গ পুলিশ, রেল পুলিশ, বনদফতর ও সেচ দফতর এসএসবি, বিএসএফ, অংশগ্রহণ করে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তিস্তা-মহানন্দা লিংক ক্যানেলে বোট রেসিংয়ের আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় বিভিন্ন বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করেন। সাধারণ মানুষরা সেনা ও আধা সেনাদের মহড়া দেখতে ভিড় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি সেনাবাহিনীর জিওসি প্রবীণ ছাবরা, জলপাইগুড়ি সেক্টরের বিএফএফের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহেতা, সেনাবাহিনীর 33 কোরের জিওসি আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ-সহ অন্যান্যরা।