জলপাইগুড়ি, 6 মে: তিন বিঘা করিডর পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah visits Tin Bigha Corridor)। তাঁর সফরের আগেই সাজিয়ে তোলা হয় তিন বিঘাকে । বিএসএফ-এর জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত তিন বিঘা করিডরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে (Jalpaiguri news)। তিন বিঘার কয়েক কিলোমিটার আগে থেকেই যাতায়াতের উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah Bengal visit) বাগডোগরা থেকে বিএসএফ-এর হেলিকপ্টারে করে 9.25-এ তিন বিঘা হেলিপ্যাডে নামেন । এরপর তিনি হেলিপ্যাড থেকে সড়কপথে চলে যান তিন বিঘা কনফারেন্স রুমে । সকাল 9.30 থেকে 10.40 মিনিট পর্যন্ত তিন বিঘাতে থাকবেন অমিত শাহ । 1 ঘণ্টা 10 মনিট তিন বিঘাতে থাকার পর 10.52-তে সড়কপথে হেলিপ্যাডে যাবেন তিনি । এরপর আকাশপথে 11.25-এ বাগডোগরাতে নামবেন । বাগডোগরা থেকে তিনি কলকাতার উদ্দেশে রওনা হবেন বলে জানা গিয়েছে ।