জলপাইগুড়ি, 21 অক্টোবর : সদ্যোজাত শিশুর পরিবারের কাছে 5 হাজার টাকা দাবি বৃহন্নলাদের ৷ সেই টাকা না মেলায় পরিবারের সদস্যদের প্রতি অশ্লীল মন্তব্য ও কুরুচিকর ইঙ্গিত ৷ এর জেরে ক্ষিপ্ত গ্রামবাসী বৃহন্নলাদের আটকে রেখে মারধর করে বলে অভিযোগ ৷ জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জ এলাকার ঘটনা ৷ গ্রামপঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
জানা যায়, গতকাল সকালে কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা কিশোরী রায় ও বিদ্যেশ্বর হাজরার বাড়িতে সদ্যজাত শিশুর খুশির জন্য একদল বৃহন্নলা যায় ৷ 5 হাজার টাকা দাবি করে ৷ কিন্তু শিশুর পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় তারা ওই টাকা দিতে অস্বীকার করে ৷ পরে 1 হাজার টাকা দিতে রাজি হয় ৷
স্থানীয়রা জানায়, 1 হাজার টাকার জন্য বৃহন্নলারা শিশুর পরিবারের লোকেদের প্রতি খারাপ মন্তব্য করতে থাকে, কুরুচিকর ইঙ্গিত করতে থাকে ৷ তাতেই পরিবারের লোকসহ গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ স্থানীয় মহিলারা বৃহন্নলাদের আটকে রাখে, মারধর করে ৷
পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান প্রধান হেমব্রম খবর পেয়ে ঘটনাস্থানে যায় ৷ গ্রামবাসীদের সহায়তায় তিনি বৃহন্নলাদের ঘেরাও মুক্ত করেন ৷ পরে বৃহন্নলাদের আরও কিছু সদস্য এলে ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলে মিটিয়ে নেন ৷ প্রধান হেমব্রমের কথায়, "এলাকার মানুষের সঙ্গে টাকা পয়সা নিয়ে সমস্যা হয়েছিল ৷ দুই পক্ষের মধ্যে কথা বে তা মিটিয়ে দেওয়া হয়েছে ৷"
এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী সীতানাথ কবিরাজ অভিযোগ করেন, স্থানীয়রা বৃহন্নলাদের অত্যাচার সহ্য করতে না পেরে এই সমস্যার সৃষ্টি হয়েছে ৷ অন্যদিকে বৃহন্নলাদের পক্ষে মানবী বলেন, "নতুন কিছু বৃহন্নলা আসার ফলে এই সমস্যা হয়েছে ৷ সমস্যা মিটে গেছে ৷ বাড়ির মালিক আমাদের ডেকে 1 হাজার টাকা দিয়েছে ৷ আমরা তাতেই খুশি ৷"