জলপাইগুড়ি, 14 মার্চ : নিজের ট্রাকের ড্রাইভারকে মেরে গাড়ি হাইজ্যাক করার অভিযোগ উঠল খোদ গাড়ির মালিকের বিরুদ্ধেই । এমন ঘটনায় চক্ষু চড়ক গাছ জলপাইগুড়ি জেলা পুলিশের । ট্রাক মালিক বাপন বর্ধমানের বাসিন্দা । দুটি ট্রাককেই উদ্ধার করেছে পুলিশ । দুটো গাড়িতেই কম করে 15 টন করে সুপারি লোড ছিল বলে জানা গিয়েছে ।
জলপাইগুড়ি কোতয়ালি থানা সুত্রে জানা গেছে, গতকাল মিজোরাম থেকে সুপারি লোড করে ফালাকাটাতে আসছিল পণ্যবাহী দুটি বড় ট্রাক । তার মধ্যে একটি ট্রাকের ড্রাইভার জিয়াউর রহমান জানান, সুপারি লোড করে তারা ফালাকাটাতে আসছিলেন । গাড়ির মালিক বাপন ট্রাকটিকে হাসিমারা নিমতির কাছে দাড়াতে বলেন । এরপর হঠাৎই গাড়ির মালিক তাকে এবং ট্রাকের হেল্পার তথা তার ছেলে শেখ মইদুলকে মারতে শুরু করেন বলে জিয়াউরের অভিযোগ । মারতে মারতেই তাদের অন্য একটি ছোট গাড়িতে তুলে দেন বাপন । এরপর বাপন জিয়াউর এবং তার ছেলেকে বলে, " তোদের গাড়ি চালাতে হবে না । অন্য ড্রাইভার গাড়ি নিয়ে যাবে । তোদের শিলিগুড়িতে ছেড়ে দেওয়া হবে । "
আরও পড়ুন :প্রতারকের অ্য়াকাউন্ট বন্ধ করে টাকা উদ্ধার