পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুটি ট্রাক হাইজ্যাকের অভিযোগ মালিকের বিরুদ্ধে - Owner

গতকাল মিজোরাম থেকে সুপারি লোড করে ফালাকাটাতে আসছিল পণ্যবাহী দুটি বড় ট্রাক । তার মধ্যে একটি ট্রাকের ড্রাইভার জিয়াউর রহমান জানান, সুপারি লোড করে তারা ফালাকাটাতে আসছিলেন । গাড়ির মালিক বাপন ট্রাকটিকে হাসিমারা নিমতির কাছে দাড়াতে বলেন । এরপর হঠাৎই গাড়ির মালিক তাকে এবং ট্রাকের হেল্পার তথা তার ছেলে শেখ মইদুলকে মারতে শুরু করেন বলে জিয়াউরের অভিযোগ । মারতে মারতেই তাদের অন্য একটি ছোট গাড়িতে তুলে দেন বাপন ।

উদ্ধার হওয়া ট্রাক
উদ্ধার হওয়া ট্রাক

By

Published : Mar 14, 2021, 9:56 PM IST

জলপাইগুড়ি, 14 মার্চ : নিজের ট্রাকের ড্রাইভারকে মেরে গাড়ি হাইজ্যাক করার অভিযোগ উঠল খোদ গাড়ির মালিকের বিরুদ্ধেই । এমন ঘটনায় চক্ষু চড়ক গাছ জলপাইগুড়ি জেলা পুলিশের । ট্রাক মালিক বাপন বর্ধমানের বাসিন্দা । দুটি ট্রাককেই উদ্ধার করেছে পুলিশ । দুটো গাড়িতেই কম করে 15 টন করে সুপারি লোড ছিল বলে জানা গিয়েছে ।

জলপাইগুড়ি কোতয়ালি থানা সুত্রে জানা গেছে, গতকাল মিজোরাম থেকে সুপারি লোড করে ফালাকাটাতে আসছিল পণ্যবাহী দুটি বড় ট্রাক । তার মধ্যে একটি ট্রাকের ড্রাইভার জিয়াউর রহমান জানান, সুপারি লোড করে তারা ফালাকাটাতে আসছিলেন । গাড়ির মালিক বাপন ট্রাকটিকে হাসিমারা নিমতির কাছে দাড়াতে বলেন । এরপর হঠাৎই গাড়ির মালিক তাকে এবং ট্রাকের হেল্পার তথা তার ছেলে শেখ মইদুলকে মারতে শুরু করেন বলে জিয়াউরের অভিযোগ । মারতে মারতেই তাদের অন্য একটি ছোট গাড়িতে তুলে দেন বাপন । এরপর বাপন জিয়াউর এবং তার ছেলেকে বলে, " তোদের গাড়ি চালাতে হবে না । অন্য ড্রাইভার গাড়ি নিয়ে যাবে । তোদের শিলিগুড়িতে ছেড়ে দেওয়া হবে । "

আরও পড়ুন :প্রতারকের অ্য়াকাউন্ট বন্ধ করে টাকা উদ্ধার

কীভাবে ট্রাক মালিকের হাত থেকে ছাড়া পেলেন জিয়াউররা? জিয়াউর জানান, জলপাইগুড়ি ঢোকার মুখে মোহিত নগরে জ্যামে পড়ে তাদের গাড়ি । সেই সুযোগে প্রস্রাব করার নাস করে গাড়ি থেকে নেমেই দৌড়াতে শুরু করেন দুজনে । সেই সঙ্গে চিৎকার করতে থাকেন তারা । দুজনের চিৎকার শুনে স্থানীয়রা চলে এলে তাদের ছেড়ে পালিয়ে যায় ছোট গাড়িটি । এরপর পুলিশকে খবর দিলে কোতয়ালি থানার পুলিশ এসে জিয়াউর এবং মইদুলকে উদ্ধার করে । এবং তাদের পিছনে থাকা দুটি ট্রাককেই আটক করে ট্রাকের দুই চালককে গ্রেফতার করে পুলিশ । ধৃত সঞ্জয় মৃধা ও সুচাঁদ দাস ও বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে । অপর ট্রাক ড্রাইভারকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ ।

আরও পড়ুন :ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার চেষ্টা , ধৃত 3 ব্যাঙ্ককর্মী সহ 4 জন

ঘটনায় জড়িত ট্রাক মালিক বাপন পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে কোতয়ালি থানার পুলিশ । পুলিশের অনুমান, ট্রাকের কিস্তি ফাঁকি দিতে এবং বিমার টাকার লোভেই ট্রাক হাইজ্যাকের নাটক করেতে চেয়েছিল ট্রাক মালিক বাপন । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details