জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর : হাসপাতালের জরুরি বিভাগের সামনে পড়ে রইল রোগী । পাহারা দিল কুকুর । অসুস্থ-উলঙ্গ অবস্থায় রোদে কাতরাতে দেখেও এগিয়ে আসেননি কোনও স্বাস্থ্যকর্মী ৷ সাহায্য করেনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ (Maynaguri Rural Hospital) । বারবার হাসপাতালের এমারজেন্সিতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা দেওয়ার অনুরোধ করলেও লাভ হয়নি । উলটে 'কেন অনুমতি ছাড়া ভিডিয়ো করছেন ?' বলে হুমকি-ও দেন কর্তব্যরত নার্সরা । তবে খবর দেওয়া হলে এগিয়ে আসে ময়নাগুড়ি থানার পুলিশ ৷ হাসপাতালে পৌঁছে তাঁরা বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করলেন । সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপের ।
অভিযোগ, গত পরশু রাত থেকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের এমারজেন্সির সামনে পরে রয়েছেন অসুস্থ এক বৃদ্ধ । তাঁর পরনেও পোশাক ছিল না ৷ সংবাদমাধ্যমের কর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে অবশেষে অন্যান্য রোগীর আত্মীয়রা অসুস্থ বৃদ্ধকে জল খাওয়ান । হাসপাতালের বারান্দায় তুলে শোয়ান ৷ কিন্তু তারপরও হুঁশ ফিরল না স্বাস্থ্যকর্মীদের ৷ একটি বারও দেখতে এলেন না রোগীকে ৷
এক রোগীর আত্মীয় শম্পা দাস এগিয়ে এসে বৃদ্ধের পরনে গামছা জড়িয়ে দিয়ে তাঁকে জল খাওয়ান । তারপর এগিয়ে আসেন অন্যান্যরাও ৷ তবে তারপরও স্বাস্থ্যকর্মীদের দেখা পাওয়া যায়নি ৷ মোহিনীমোহন রায়, অঞ্জনা রায় বলেন, "আমরা এসে থেকেই দেখছি লোকটি এমারজেন্সির সামনে উলঙ্গ অবস্থায় কাতরাচ্ছেন । হাসপাতালের সামনে এমন ঘটনা কাম্য নয় । এটা অমানবিক । হাসপাতাল চত্বরে কেউ বিনা চিকিৎসায় পড়ে থাকবেন এটা হতে পারে না ।"