জলপাইগুড়ি, 26 অগস্ট : বিতর্কে এশিয়াডে সোনা জয়ী তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)-এর পরিবার ৷ স্বপ্না বর্মনের দুই দাদার বিরুদ্ধে স্থানীয়দের মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠল । স্বপ্নার দাদার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক । অন্যদিকে, পাল্টা গ্রামবাসীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছে স্বপ্নার পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে এক গ্রামবাসীকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তারই প্রতিবাদে এবার রাজ্যসড়ক অবরোধ করলেন স্থানীয়রা ৷
অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ বর্মনকে মারধর করে তাঁর দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠল স্বপ্না বর্মনের দাদা অসিত বর্মনের বিরুদ্ধে । কৃষ্ণপদ বর্মনের স্ত্রী সুনিতা রায় বর্মন স্বপ্নার দাদা অসিত এবং পবিত্র বর্মনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি লিখিতভাবে পবিত্র ও অসিতের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগ করেছেন ।
এদিকে স্বপ্নার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে স্থানীয় এক রাজমিস্ত্রিকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তার প্রতিবাদে স্বপ্নার বাড়িতে ঢোকার রাস্তায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷ পাশাপাশি রাজ্য সড়কও অবরোধ করেন তাঁরা ৷ স্থানীয়দের অভিযোগ, স্বপ্নার দাদার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ স্বপ্নার দাদাকে গ্রেফতার করেনি ৷ উল্টে গ্রামের নির্দোষ লোকজনকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা ৷