পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Raped: ধূপগুড়িতে পাটের খেতে নাবালিকাকে ধর্ষণ ! অভিযুক্ত যুবক পলাতক - অভিযোগ যুবকের বিরুদ্ধে

ধূপগুড়ি ব্লকে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিল ওই নাবালিকা । সেই সময় নলকূপের জল খেতে গেলে, অভিযুক্ত যুবক তাকে জোর করে বাড়ির পাশে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ (Allegation of rape of a minor girl against youth in Jalpaiguri)।

Allegation of rape of a minor girl against youth in Jalpaiguri
Minor Girl Raped

By

Published : Jun 22, 2022, 1:03 PM IST

জলপাইগুড়ি, 22 জুন:নাবালিকাকে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে (Allegation of rape of a minor girl against youth in Jalpaiguri)। এই ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নাবালিকার মা । পলাতক যুবক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ এ দিকে নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালেটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিল ওই নাবালিকা । সেই সময় নলকূপের জল খেতে গেলে, অভিযুক্ত যুবক তাকে জোর করে বাড়ির পাশে পাট খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । এমনকী এই বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় । এ দিকে, বিয়ে বাড়ি থেকে নিজের বাড়ি ফিরতেই কিশোরী অসুস্থ হয়ে পড়ে । বাড়ির সদস্যরা তাকে জিজ্ঞেস করলে সেই নাবালিকা সমস্ত ঘটনা খুলে বলে । এরপরই তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন :Jalpaiguri District Hospital : জলপাইগুড়িতে অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন

নাবালিকার মা ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন (Minor Girl Raped)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে । অভিযুক্ত যুবকের খোঁজ চলছে । ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাতেই ধূপগুড়ি থানায় আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) ওয়াংদে ভুটিয়া এবং ডেপুটি পুলিশ সুপার (অপরাধ) বিক্রমজিৎ লামা ।

ABOUT THE AUTHOR

...view details