পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদিবাসী মহিলার গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত-সহ গ্রেফতার তিন, 1 জনের খোঁজে চলছে পুলিশের তল্লাশি - Adibasi Mohila Gang Rape

Adibasi Mohila Gang Rape: আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার তিন ৷ বাকি আর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি রেখেছে ধূপগুড়ি থানার পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 5:57 PM IST

জলপাইগুড়ি, 15 ডিসেম্বর: আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ধূপগুড়ি পুলিশের জালে অভিযুক্ত-সহ তিনজন ৷ আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷

এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবলে উমেশ গণপত জানান, অভিযোগ দায়ের হওয়ার পরেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আর এক অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে ৷ অখিল ভারতীয় আদিবাসী মুক্তি মোর্চার সদস্য জয় প্রফুল্ল লাকড়া বলেন, "একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে পুলিশের কাছে।"

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার এক আদিবাসী মহিলার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। গত বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি তাঁর বন্ধুদের নিয়ে ওই আদিবাসী মহিলার বাড়িতে যান বলে অভিযোগ। মহিলা বাড়িতে একা থাকার সুবাদে তাঁকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে ৷ না মানলে, মুখ চেপে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে বাড়ির পাশে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। এরপরে মূল অভিযুক্ত-সহ চার বন্ধু আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

গণধর্ষণের পর মূল অভিযুক্ত-সহ বন্ধুরা আদিবাসী মহিলাকে প্রাণে মারার হুমকি দিয়ে চুপ থাকতে বলেন বলে অভিযোগ ৷ মহিলা বিষয়টি কাউকে না জানিয়ে ধূপগুড়ি থানায় এসে মূল অভিযুক্ত-সহ চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হতেই ধূপগুড়ি থানার পুলিশ অভিযানে নেমে মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করে। শুক্রবার তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

ABOUT THE AUTHOR

...view details