পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Poaching: চরম নৃশংসতা! দাঁত কেটে মুণ্ডহীন হাতির দেহ নদীতে ভাসাল শিকারীরা - হাতির দেহ টুকরো টুকরো করার অভিযোগ

নৃশংসতার চরম নিদর্শন! হাতির দাঁত কেটে দেহ টুকরো করে বাংলা-অসম সীমান্তের সংকোশ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ ৷ শুক্রবার মুণ্ডু ও হাতির দেহ নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা ৷

Etv Bharat
হাতির দেহ নদী থেকে টেনে তোলার মুহূর্ত

By

Published : Aug 4, 2023, 9:25 PM IST

Updated : Aug 4, 2023, 9:44 PM IST

হাতির দেহ ভেসে আসায় স্থানীয় বাসিন্দা ও বনাধিকারিকের বক্তব্য

জলপাইগুড়ি, 4 অগস্ট: হাতিকে মেরে দাঁত কেটে নিয়ে শরীর থেকে মাথা আলাদা করে টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ । নদীতে হাতির মাথা ভাসতে দেখে হতবাক স্থানীয়রা । ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়াল বাংলা-অসম সীমান্তের সংকোশ নদীতে । এদিন বিকেলে ভলকা বারোবিশা এলাকায় অসম সংলগ্ন সংকোশ নদীতে কাটা হাতির মাথা ভাসতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভলকা রেঞ্জে । সংকোশ নদীতে দাঁতহীন হাতির মুণ্ডু ভেসে আসাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়ায় বনবিভাগে । মনে করা হচ্ছে, অসমে হাতিটিকে মেরে তার দাঁত নিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে ।

অসমে চোরা শিকারিদের দৌরাত্ম্য অব্যাহত । এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । হাতি মেরে দাঁত চুরি করার এমন নির্মম দৃশ্য হয়ত আগে এই রাজ্যের মানুষ দেখেনি । যা ভাবাচ্ছে বন দফতরকে । হাতির মাথা থাকবে অথচ শরীর থাকবে না । এটা দেখার পরই আতঙ্ক দাঁনা বাঁধে । খবর পেয়ে বনকর্মীরা সংকোশ নদীর তীরবর্তী শালবাড়ি এলাকায় পৌঁছে যান । নদীতে নেমে হাতির কাটা মাথাটি উদ্ধার করেন । এরপর প্লাসটিক দিয়ে ঢেকে দেওয়া হয় । হাতির মাথা উদ্ধার হলেও তাতে দাঁত ছিল না । যদিও বন দফতরের প্রাথমিক অনুমান, সংকোশ নদীর কিছুদূরেই অসমের জঙ্গল । সেখানেই হাতিটিকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হতে পারে ।

আরও পড়ুন : আগুন নিয়ে গ্রামবাসীরা তাড়া করতেই ধেয়ে এল হাতির পাল; ভিডিয়ো ভাইরাল

এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর (পূর্ব) দেবাশিস শর্মা বলেন, "আজ চারটের সময় আমাদের ভলকা রেঞ্জের রেঞ্জার জানান একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে । দেখা যায় হাতিটির দাঁত দুটো নেই । শুধু তাই নয় হাতির দেহকে মুণ্ডু থেকে আলাদা করে দেওয়া হয়েছে । হাতির মাথা নদীতে ভাসছিল । অসমের দিক থেকেই ভেসে এসেছে ।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অসমেই এই ঘটনাটি ঘটেছে । আমরা অসমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি । আমাদের এলাকাতেও সার্চিং অপারেশন করা হচ্ছে কিন্তু এদিকে কিছু নেই । আমরা সমস্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি । এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি ছিল ।"

Last Updated : Aug 4, 2023, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details