পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation of cheating on TMC leader: প্রাথমিকে চাকরির নামে প্রতারণা! 4 লক্ষ টাকা হাতানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জলপাইগুড়িতে প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে 4 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও এক শিক্ষকের বিরুদ্ধে (Allegation of cheating on TMC leader)৷ কোতয়ালী থানার পুলিশকে 10 তারিখের মধ্যে কেস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(CJM) ৷

Allegation of cheating against TMC leader for Primary teacher job
Allegation of cheating on TMC leader

By

Published : Jul 6, 2022, 4:48 PM IST

জলপাইগুড়ি, 6 জুলাই: প্রাইমারি স্কুলে(Primary teacher job) চাকরি দেওয়ার নামে 4 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির এক প্রাক্তন সদস্য ও প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে । তৃণমূল নেতা সঞ্জীব ঘোষ ও প্রাথমিক স্কুলের শিক্ষক সোমনাথ বসুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চাকরিপ্রার্থী ।

চাকরি বা টাকা কোনওটাই না-পেয়ে আদালতেও অভিযোগ করেছেন প্রতারিত গৃহবধূ ৷ আদালতের নির্দেশে কোতয়ালী থানার পুলিশকে 10 তারিখের মধ্যে কেস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(CJM) ৷ অভিযুক্ত তৃণমূল নেতার সাফাই তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ চাকরির দেওয়ার নামে মোট 12 লক্ষ টাকা চাওয়া হয়েছিল । তিন ধাপে এই টাকা চাওয়া হয় । অভিযুক্ত শিক্ষক ক্রান্তি ব্লকের একটি স্কুলে চাকরি করেন বলে জানা গিয়েছে ।

চাকরির দেওয়ার নামে মোট 12 লক্ষ টাকা চাওয়া হয়েছিল

জলপাইগুড়ি 15 নং ওয়ার্ডের গোমস্তপাড়ার এক গৃহবধূ 2016 সালে টেট পাশ করেন । বারংবার বিভিন্ন চেষ্টা করার পরেও চাকরি না-পাওয়ায় হতাশ হয়ে পড়েন গৃহবধূ । গৃহবধূর অভিযোগ, তাঁদের পারিবারিক আত্মীয় তথা তৃণমূল নেতা সঞ্জীব ঘোষ সে সময় চাকরির জন্য সোমনাথ বসু নামক ওই শিক্ষকের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেয় । সঞ্জীব ঘোষ তাঁদের বলে দিয়েছিলেন সোমনাথকে টাকা দিলে তিনি চাকরি পাইয়ে দেবেন । সেই মতো ঠিক হয় মোট 12 লক্ষ টাকা তিন ধাপে সোমনাথকে দিতে হবে । এরপর প্রাথমিকভাবে 4 লক্ষ টাকা দিতে বলা হয় সোমনাথ বসুকে ।

4 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য একটি চেক দেওয়া হয় গৃহবধূকে

গৃহবধূর অভিযোগ, তিনি সোমনাথ বসুর অ্যাকাউন্টে আরটিজিএসের মাধ্যমে 8 জানুয়ারী 2021 সালে 4 লক্ষা টাকা জমা করেন । এর পর থেকে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না-পাওয়ায় গৃহবধূ টাকা ফেরত দেওয়ার কথা বলে । কিন্তু সোমনাথ ও সঞ্জীব টাকা ফেরত দেন না । 6 জুলাই চার লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য একটি চেক দেওয়া হয় ওই গৃহবধূকে । এক বেসরকারি ব্যাঙ্কের সোমনাথ বসুর অ্যাকাউন্ট থেকেই চেকটি দেওয়া হয় । চেক বাউন্স করে । দীর্ঘদিন কেটে গেলেও টাকা ফেরত না-পাওয়ায় অবশেষে 20 জুন তৃণমূল নেতা সঞ্জীব ঘোষ ও সোমনাথ বসু নামে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ । পরবর্তীতে 4 জুলাই জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম কোর্টে একটি মামলা করেন । বিচারক কোতয়ালী থানার পুলিশকে আগামী 5 দিনের মধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন । এদিকে গৃহবধূর আইনজীবী সুব্রত সরকার বলেন, "পুলিশ কোনও উদ্যোগ নিচ্ছিল না বলেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি (Allegation of cheating against TMC leader for Primary teacher job) ।"

চাকরির নামে 4 লক্ষ টাকা হাতানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেলেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ।"

আরও পড়ুন:প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল মুকুল-পুত্র শুভ্রাংশুর

অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি । অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা সঞ্জীব ঘোষ বলেন, "আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই ৷ আমাকে ফাঁসানো হচ্ছে । আমার বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ থাকলে দেখাক । আমি সব রকম তদন্তের সাহায্য করার জন্য প্রস্তুত আছি । আমার আত্মীয় হলে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করত না । আমি কাউকে টাকাও দিতে বলিনি । আমি কোন টাকাও নিইনি ।"

ABOUT THE AUTHOR

...view details