জলপাইগুড়ি, 27 অগস্ট:ট্রেনের সংরক্ষিত আসন দখল করেছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা, আর এর প্রতিবাদ করে অপমানিত হলেন তৃণমূলেরই ওই সংগঠনের এক মহিলা সদস্য ! এমনকি বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় প্রতিবাদও জানিয়েছেন ওই মহিলা ৷ জানা গিয়েছে, শনিবার ধূপগুড়ি থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রিয়া সাহা ঘোষ ও তাঁর স্বামী দীপসোনা ঘোষ । অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন কর্মী ট্রেনের সংরক্ষিত আসন দখল করে রেখেছিলেন ৷ এরই প্রতিবাদ করেন ওই সংগঠনেরই সদস্য প্রিয়া সাহা ঘোষ ৷ এরপরই তাঁকে আপমান করা হয় ও নোংরা ভাষায় আক্রমণ করা হয় ৷
ওই মহিলা জানিয়েছেন, নিজের সংগঠনের কর্মীদের হাতে এইভাবে আক্রান্ত হতে হবে সেটা তিনি ভাবতেও পারেননি । 28 অগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে । আর এই ছাত্র সমাবেশকে উপলক্ষ করে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা ।
ওই মহিলার অভিযোগ, টিকিট না কেটেই সংরক্ষিত ওই কামরায় উঠে পড়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ সাধারণ যাত্রীরা এর প্রতিবাদ করলে তাদের নোংরা ও অশ্লীল ভাষায় আক্রমণ করা হয় ৷ ঘটনার প্রতিবাদ করে অপমানিত হন সংগঠনের ওই মহিলা সদস্যও ৷ এরপর মালদা স্টেশনে জিআরপির কাছে মৌখিক অভিযোগ জানানোর পর সেই সমস্ত সিট দখল করে রাখা বিনা টিকিটের যাত্রীদের সরিয়ে দেওয়া হয় ।
আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ, জানেনই না মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
অভিযোগ এরপরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । জিআরপি চলে যেতেই শুরু হয় অশ্লীল ভাষায় আক্রমণ । যার ফলে নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রিয়া সাহা ঘোষ ও তার স্বামী অন্য কামড়ায় চলে যান । রবিবার সকালে সোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন ওই দম্পতি । প্রিয়া সাহা ঘোষ তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী হিসেবে ধূপগুড়িতে পরিচিত । তিনি নিজেই দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সোচ্চার হন । শনিবারের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি । এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাজেশকুমার সিং জানিয়েছেন, তৃণমূল অন্যায়কে সমর্থন করে না ৷ পুলিশ তদন্ত করবে ৷ দলও বিষয়টি খতিয়ে দেখছে ৷ তবে ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ আদৌ জড়িত কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷