পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation Against TMC Leader : বৃদ্ধাকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে - Allegation against Maynaguri TMC leader of beating up old lady

গোটা ঘটনায় (allegation against TMC leader of beating up old lady) অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব ৷ পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে ৷

Jalpaiguri News
বৃদ্ধাকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

By

Published : Apr 1, 2022, 11:09 PM IST

জলপাইগুড়ি, 1 এপ্রিল: বাঁশ দিয়ে মেরে এক বৃদ্ধার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে (allegation against TMC leader of beating up old lady) ৷ অভিযুক্ত তৃণমূল নেতার নাম এমতাজুল হক ৷ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির টিবি হাসপাতালপাড়ায় । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ । পুলিশকে বলা হয়েছে এই অভিযুক্ত নেতাকে গ্রেফতার করতে ৷ শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, দীর্ঘ 40 বছর ধরে ময়নাগুড়ি টিবি হাসপাতাল পাড়া মোড়ে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে চলছিলেন রেবা দত্ত । ময়নাগুড়ি হাসপাতালপাড়া থেকে রামশাই পর্যন্ত রাস্তা চওড়া হচ্ছে, ফলে ভাঙা পড়তে চলেছে ওই বৃদ্ধার দোকান ৷ সে কারণে তিনি অন্য দিকের জায়গায় দোকান ঘর করে জীবিকা নির্বাহ করার চেষ্টা চালাচ্ছিলেন । কিন্তু এতে বাঁধ সাধছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতা এমতাজুল হক ও তার ভাইরা । অভিযোগ, শুক্রবার সন্ধ্যা বেলায় তিনভাই মিলে ওই বৃদ্ধার উপর চড়াও হয় । বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় 70 বছরের বৃদ্ধার ।

আরও পড়ুন : বগটুই-কাণ্ডে জেল হেফাজতে থাকা 9 অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরার অনুমতি পেল সিবিআই

অভিযোগ, চোখের সামনে এই ঘটনা দেখে স্থানীয়কা রুখে দাঁড়ান ৷ তখন প্রতিবাদীদেরও পেটায় ওই তৃণমূল নেতা ও তার দল ৷ বাঁশ দিয়ে মেরে রক্তাক্ত করা হয় প্রতিবাদীদেরও ৷ পরে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গোটা ঘটনায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব ৷ ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা মুয়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, "এমতাজুল আমাদের দলের কর্মী, তিনি এক বৃদ্ধাকে পিটিয়েছেন ।আমি ঘটনাস্থলে যাচ্ছি ।"

জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ বলেন, "যারা ওই বৃদ্ধাকে এই ভাবে বাঁশ দিয়ে পেটাল তাদের শাস্তি হওয়া উচিৎ। দলের কেউ এরসঙ্গে জড়িত হলে তা বরদাস্ত করা হবে না । এইভাবে কাউকে বাঁশ দিয়ে মেরে রক্তাক্ত করে দেবে এটা মানা যায় না । আমি ময়নাগুড়ির আইসি ও পুলিশ সুপারকে বলেছি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে । দলে এসব বরদাস্ত করবে না ।" এবিষয়ে অভিযুক্ত এমতাজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে চান নি ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details