জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: সোশ্যাল মিডিয়ায় তরুণীকে প্রেমের প্রস্তাব বিজেপি নেতার। তরুণীর সঙ্গে বিজেপি নেতার কথোপকথনের ছবি ভাইরাল হতেই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সোনাতলা হাট সংলগ্ন এলাকায় (Allegation Against BJP Leader) ।
জলপাইগুড়ি জেলার ওবিসি মোর্চার সভাপতি মানিক দেবনাথের বিরুদ্ধে স্থানীয় এক তরুনীকে সোশ্যাল মিডিয়ায় প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তরুণী বিষয়টি তাঁর এক বন্ধুকে জানায় ৷ সেই বন্ধু সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে সমস্ত কথপোকথন ও বিজেপি নেতার ছবি ভাইরাল করে দেয় ৷ মুহূর্তের মধ্যে তা ছিড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ পরিস্থিতি সামাল দিতে বিজেপি নেতা ওই তরুণীর বন্ধুকে ফোন করে করে সমস্ত পোস্ট সরিয়ে নেওয়ার অনুরোধ জানান এবং বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দেন ৷