জলপাইগুড়ি,31 জুলাই: লকডাউনের ফলে ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে।সেই কারণেই এবার আর 15 অগাস্টে দোকান-পাট বন্ধ থাকছে না জলপাইগুড়িতে। যদিও, প্রতিবছর জলপাইগুড়ি শহরে স্বাধীনতা দিবসে ব্যবসা বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন জলপাইগুড়ি শহরের ব্যবসায়ীরা। জলপাইগুড়ি শহর ও শহরতলীর 30 টি ব্যবসায়ী সংগঠনের যৌথ মঞ্চ,ফোরাম অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৈঠক করে ব্যবসা বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছরের মত নয়,স্বাধীনতা দিবসেও এবার খোলা জলপাইগুড়ির দোকান-পাট - Corona
ফোরাম অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ় অ্যাসোসিয়েশনের কোর কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে 15 অগাস্টে দোকান-পাট বন্ধ থাকছে না জলপাইগুড়িতে। লকডাউনের ফলে ব্যবসায় ব্যপক ক্ষতি হয়েছে। মূলত, সেই কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
ফোরাম অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ় অ্যাসোসিয়েশনের কোর কমিটির সদস্য বিকাশ দাস বিষয়টা নিয়ে জানান,"বিগত 5 বছর থেকে 15 অগাস্টের দিনে জলপাইগুড়ি শহরের সমস্ত দোকান বন্ধ রাখা হয়। এই দিনটিতে ব্যবসায়ীদের অধিকাংশই স্বাধীনতা দিবস পালন করেন এবং বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত হন। কিন্তু এই বছর কোরোনার সংক্রমণ রুখতে গত কয়েক মাস ধরে লকডাউনের জেরে সমস্ত প্রকার ব্যবসা ক্ষতির মুখে পরেছে। তাই ব্যবসার ক্ষতির দিক চিন্তা করে এই বছর স্বাধীনতা দিবসে ব্যবসা বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্ত নেবার আগে সমস্ত ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলেছি। তার পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল। “ এছাড়াও তিনি আরও জানান," 9 অগাস্ট থেকে 15 অগাস্ট পর্যন্ত এই 7 দিন সরকারি ভাবে কোনও লকডাউন এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। যেহেতু সেই দিন গুলিতে লকডাউন নেই।তাই 15 অগাস্টের দিন দোকান খোলা রাখলেও ব্যবসায়ীদের সংগঠনগুলি স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অন্যান্য কর্মসূচীগুলি পালন করবে । ”