পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri de-addiction centres close : স্কুল ছাত্রের মৃত্যুর জের, জলপাইগুড়ি শহরের সমস্ত নেশামুক্তি কেন্দ্র বন্ধের নির্দেশ

শুক্রবার পুলিশ সুপারের নির্দেশে জলপাইগুড়ি প্রতিটি রিহ্যাব সেন্টারের প্রতিনিধিদের ডেকে সর্তক করে দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। নেশামুক্তি কেন্দ্রগুলো চালানোর অনুমতি কাগজ চেয়ে পাঠানো হয় কিন্তু কেউই সঠিক কাগজ দেখাতে পারেনি।

Jalpaiguri de-addiction centres close
দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যুর জের, জলপাইগুড়ি জেলার সমস্ত নেশামুক্তি কেন্দ্র বন্ধের নির্দেশ

By

Published : Oct 22, 2021, 10:36 PM IST

জলপাইগুড়ি, 22 অক্টাবর : জলপাইগুড়ি শহরে নেশামুক্তি কেন্দ্রগুলো অবৈধ। ফলত শনিবার দুপুর ১২টার মধ্যে শহরের সবক'টি নেশামুক্তি কেন্দ্র বা রিহ্যাব সেন্টার বন্ধ করার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ি পান্ডাপাড়ার নেশামুক্তি কেন্দ্রে দশম শ্রেণীর ছাত্র ময়ূখ গুহের (১৫) মৃত্যুর ঘটনার পরেই তড়িঘড়ি এই পদক্ষেপ নিল পুলিশ। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, আমরা শহরের অন্যান্য নেশামুক্তি কেন্দ্রগুলো সঠিকভাবে চলছে কি না, খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

মৃত ছাত্র ময়ূখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি থেকে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার পুলিশ সুপারের নির্দেশে জলপাইগুড়ি প্রতিটি রিহ্যাব সেন্টারের প্রতিনিধিদের ডেকে সর্তক করে দেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। নেশামুক্তি কেন্দ্রগুলো চালানোর অনুমতি কাগজ চেয়ে পাঠানো হয় কিন্তু কেউই সঠিক কাগজ দেখাতে পারেনি। আগামিকাল দুপুর ১২টার মধ্যে পুলিশের নির্দেশ না মানলে রিহ্যাব সেন্টারগুলোর মালিককে গ্রেফতার করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। প্রয়োজনে সেন্টার সিলও করে দেওয়া হবে, এমনটাই ইঙ্গিত পুলিশের।

আরও পড়ুন : প্রকাশ্যে পরকীয়া, অশান্তির জেরে আত্মঘাতী যুবক, গ্রেফতার মহিলা ও স্বামী

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার পরিবর্তন ফাউন্ডেশন নামে এক রিহ্যাব সেন্টার স্কুল ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এরপরেই নড়েচড়ে বসে জেলা পুলিশ। অবৈধভাবে চলা রিহ্যাব সেন্টার গুলোর বিরুদ্ধে তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিশের। এদিন সন্ধেয় শহরের রাজবাড়ি পাড়া ও দেশবন্ধুনগরের দু'টি রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষকে থানায় ডেকে সর্তক করে পুলিশ।

এই দু'টি সেন্টারে মোট ৩০ জন আবাসিক রয়েছেন বলে জানা গিয়েছে। সকল আবাসিককে পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশের তরফ থেকে।

ABOUT THE AUTHOR

...view details