জলপাইগুড়ি,16 জুলাই : ময়নাগুড়িতে 19 জুলাই থেকে চার দিনের জন্য সমস্ত রকম ব্যবসা বন্ধ করতে চলেছেন ব্যবসায়ীরা । নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়নাগুড়িতে কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এদিন ব্যবসায়ী সমিতি,পঞ্চায়েত সমিতি,গ্রামপঞ্চায়েতের প্রধানদের নিয়ে এক বৈঠক বসেন স্থানীয় ব্যবসায়ীরা ।
কোরোনা রুখতে ব্যবসা বন্ধ - কোরোনা রুখতে ব্যবসা বন্ধ
কোরোনা সংক্রমণ রুখতে চার দিনের জন্য সমস্ত রকম ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিল ময়নাগুড়ির ব্যবসায়ীরা ৷
এদিন ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুমিত সাহা বলেন," আগামী 19 জুলাই রবিবার থেকে 23 জুলাই বৃহস্পতিবার রাত 12 টা পর্যন্ত সমস্ত রকম ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা বন্ধ রাখব বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আমরা সবজি-সহ নিত্যপ্রয়োজনীয় সমস্ত রকম ব্যবসা বন্ধ থাকবে বলে সবাই একমত হয়েছে। ময়নাগুড়িতে কোরোনার সংক্রমণ রুখতে এই উদ্যোগ আমরা নিয়েছি।"
ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি ভবনে নতুন বাজার, পুরাতন বাজারের সমস্ত ব্যবসায়ী সংগঠনের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ময়নাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান সজল বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঝুলন সান্যাল সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।