জলপাইগুড়ি, 7 ফেব্রুয়ারি: আলিপুরদুয়ারে ফিরেও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তো দূর, উত্তরীয় পড়লেন না বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal Did not Takes TMC Flag) ৷ সম্প্রতি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক ৷ এমনকি রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগদানের সময়ও দলীয় পতাকা হাতে নেননি ৷ আর আজও একই ছবি ধরা পড়ল ৷ রাজনৈতিকমহলের মতে, আইনি জটিলতা থেকে বাঁচতেই এই পন্থা অবলম্বন করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক ৷
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের মুখে আলিপুরদুয়ারে বিজেপির শিবিরে এটি বড় ভাঙন ৷ এ নিয়ে উত্তরবঙ্গের মোট 3 বিধায়ক পদ্মফুল থেকে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ৷ আবার রাজনৈতিক মহলের কিছু অংশ আবার এমনটাও বলছে, তৃণমূল পঞ্চায়েতের আগে নিজেদের দরজা আবার খুলেছে ৷ এতো গেল তৃণমূল ও রাজ্য রাজনীতির কথা ৷ কিন্তু, বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলের যোগদান করেছেন, এমনটা বলতেও নারাজ ৷ যোগদান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘উন্নয়নের লক্ষ্যে যেখানে যাওয়ার দরকার সেখানেই যাব ৷’’ কিন্তু, একবারের জন্য দলবদল করে তৃণমূলে গিয়েছেন ৷ বা তৃণমূল বর্তমানে তাঁর দল, এমন কোনও কথা তাঁর মুখে শোনা যায়নি ৷
আবার বিধানসভায় এখন তাঁর আসন কোনদিকে হবে ? সেই প্রশ্ন করা হয় সুমন কাঞ্জিলালকে ৷ তিনি জবাবে বলেন, ‘‘বিধানসভায় স্পিকার আমাকে যেখানে বসতে বলবেন সেখানেই বসব ৷ তবে, আলিপুরদুয়ারের উন্নয়ন নিয়েই বিধানসভায় আওয়াজ তুলব ৷’’ এখানেও সকৌশলে যোগদান বা তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থানের বিষয়টিকে এড়িয়ে যান আলিপুরদুয়ারের বিধায়ক ৷