পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Protest in Alipurduar : মুখ্যমন্ত্রীর সফরের আগে বিডিও'র বরখাস্তের দাবিতে আলিপুরদুয়ারে বিজেপি'র বিক্ষোভ - আলিপুরদুয়ারে বিজেপির বিক্ষোভ

বিজেপির বিক্ষোভ কর্মসূচির (BJP Protest in Alipurduar) নেতৃত্বে ছিলেন, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও ও কালচিনির বিধায়ক বিশাল লামা ৷

Alipurduar bjp protest
আলিপুরদুয়ারে বিক্ষোভ বিজেপির

By

Published : Jun 6, 2022, 6:27 PM IST

Updated : Jun 6, 2022, 7:16 PM IST

আলিপুরদুয়ার, 6 জুন : সোমবার দু'দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আলিপুরদুয়ারে যাবেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের আগে কালচিনির বিডিও প্রশান্ত বর্মনকে বরখাস্তের দাবিতে ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি (ahead of visit of CM Mamata Banerjee BJP protest in Alipurduar)। কালচিনির বিডিও পদে অনৈতিকভাবে নিয়োগ, আলিপুরদুয়ার পৌরসভার ভুয়ো কর্মীর নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে বিজেপি ৷

এদিন বিজেপির এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও ও কালচিনির বিধায়ক বিশাল লামা ৷ মনোজ ওঁরাও বলেন, "যিনি পরীক্ষায় পাশ করেননি তিনি আজ কালচিনির বিডিও হয়ে বসে আছেন । আমরা চাই কালচিনির বিডিওকে অনৈতিকভাবে নিয়োগ করা হয়েছে ৷ তাই জেলাশাসক তাঁকে বরখাস্ত করুন । তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক । কিন্তু জেলাশাসক কোনও পদক্ষেপই নিচ্ছেন না । এছাড়াও আলিপুরদুয়ার পৌরসভায় ভুয়ো কর্মীর নাম করে আর্থিক দুর্নীতি হচ্ছে ৷"

আলিপুরদুয়ারে বিক্ষোভ বিজেপির

আরও পড়ুন : কামতাপুরে পা রাখবেন না, উত্তরবঙ্গ সফরের আগে মমতাকে হুঁশিয়ারি কেএলও'র

বিজেপি বিধায়ক বিশাল লামার অভিযোগ,"আজ যাঁরা ডব্লিউবিসিএস কষ্ট করে পড়ছে তাঁদের জন্য দুঃখ হচ্ছে । কারণ যাঁরা পাশ করতে পারেন না তারাই চাকরি পেয়ে যাচ্ছেন অবৈধভাবে । যাঁরা পড়াশোনায় ভাল তাঁরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন ।"

Last Updated : Jun 6, 2022, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details