জলপাইগুড়ি, 8 অক্টোবর: পাহাড়ে প্রবল বর্ষণ, ফের নেমে এল মাল নদীতে হড়পা বান । আতঙ্কিত নদীর পাড়ের মানুষ । কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি এলাকায় শুরু হয় প্রবল বর্ষণ শুরু হয় শনিবার বিকালে । যার জেরে মাল, চেল, নেওরা নদীতে জলচ্ছ্বাস দেখা যায় । মাল নদীতে হড়পা বানের অবস্থা তৈরি হয় । মাল নদীর পাড় বরাবর শহরের 2, 11, 12 ও 13 নম্বর ওয়ার্ড রয়েছে । নদীর বাঁধের উপর বাস করে অনেক পরিবার । তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয় । তবে নদীর পাড়ে জনমানবহীন থাকায় বিপদ সেরকম কিছু হয়নি ।
শনিবার সকাল থেকে ডুয়ার্স ও তার সংলগ্ন পাহাড়ের আকাশ পরিষ্কার ছিল । রোদের তাপ ছিল যথেষ্ট । মালবাজার শহরের স্টেশন রোড এলাকায় জমে ওঠে কোজাগরী লক্ষ্মী পুজোর বাজার । ভাসান বিপর্যয়ের পর এদিন খানিকটা ছন্দে ফেরে শহর ।
দুপুর গড়াতেই আকাশে মেঘ জমতে শুরু করে । বিকাল 4 নাগাদ গরুবাথান ব্লকের পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণ শুরু হয় । নালা উপছে জলের স্রোত বইতে থাকে । সেই জল নেমে আসে মাল, চেল ও নেওরা নদী দিয়ে । প্রতিটি নদীতে জলোচ্ছ্বাস দেখা দেয় । মাল নদীতে হড়পা বান শুরু হয় । দুই কূল বরাবর ঘোলা জল বইতে শুরু করে । এদিন নদীর আশেপাশে জন শুন্য থাকায় কোনও রকম বিপর্যয় ঘটেনি ।