পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Harpa Ban in Mal River: পাহাড়ে প্রবল বর্ষণে ফের মাল নদীতে হড়পা বান, আতঙ্কিত নদী পাড়ের মানুষ - হড়পা বান

কালিম্পংয়ের গরুবাথান ব্লকের পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণ ৷ মাল নদীতে ফের হড়পা বান, আতঙ্কিত নদী পাড়ের মানুষ (Again Harpa Ban in Mal River) ৷

Harpa Ban in Mal River
ফের মাল নদীতে হড়পা বান

By

Published : Oct 8, 2022, 9:35 PM IST

Updated : Oct 8, 2022, 10:32 PM IST

জলপাইগুড়ি, 8 অক্টোবর: পাহাড়ে প্রবল বর্ষণ, ফের নেমে এল মাল নদীতে হড়পা বান । আতঙ্কিত নদীর পাড়ের মানুষ । কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি এলাকায় শুরু হয় প্রবল বর্ষণ শুরু হয় শনিবার বিকালে । যার জেরে মাল, চেল, নেওরা নদীতে জলচ্ছ্বাস দেখা যায় । মাল নদীতে হড়পা বানের অবস্থা তৈরি হয় । মাল নদীর পাড় বরাবর শহরের 2, 11, 12 ও 13 নম্বর ওয়ার্ড রয়েছে । নদীর বাঁধের উপর বাস করে অনেক পরিবার । তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয় । তবে নদীর পাড়ে জনমানবহীন থাকায় বিপদ সেরকম কিছু হয়নি ।

শনিবার সকাল থেকে ডুয়ার্স ও তার সংলগ্ন পাহাড়ের আকাশ পরিষ্কার ছিল । রোদের তাপ ছিল যথেষ্ট । মালবাজার শহরের স্টেশন রোড এলাকায় জমে ওঠে কোজাগরী লক্ষ্মী পুজোর বাজার । ভাসান বিপর্যয়ের পর এদিন খানিকটা ছন্দে ফেরে শহর ।

দুপুর গড়াতেই আকাশে মেঘ জমতে শুরু করে । বিকাল 4 নাগাদ গরুবাথান ব্লকের পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণ শুরু হয় । নালা উপছে জলের স্রোত বইতে থাকে । সেই জল নেমে আসে মাল, চেল ও নেওরা নদী দিয়ে । প্রতিটি নদীতে জলোচ্ছ্বাস দেখা দেয় । মাল নদীতে হড়পা বান শুরু হয় । দুই কূল বরাবর ঘোলা জল বইতে শুরু করে । এদিন নদীর আশেপাশে জন শুন্য থাকায় কোনও রকম বিপর্যয় ঘটেনি ।

আরও পড়ুন:কৃত্রিমভাবে নদীতে বাঁধ দেওয়ার কারণেই এই বিপত্তি, থানায় অভিযোগ

সন্ধ্যা নামতেই মালবাজার শহর-সহ আশেপাশ এলাকায় শুরু হয় বর্ষণ । মালনদীর পার বরাবর রয়েছে শহরের 2 নম্বর ওয়ার্ডের মহাকালপাড়া ও কুমার পাড়া, 11 ও 12 নম্বর ওয়ার্ডের মিলন পল্লি, 13 নম্বর ওয়ার্ডের কিছু অংশ । নদীর বাঁধের উপর বাস করে বহু পরিবার । তাঁদের অনেকেই জানায়, এবছর এই রকমভাবে পাড় বরাবর জলের স্রোত বয়েছে কয়েকবার । বৃষ্টি হলেই চিন্তা হয় । ভাসানের দিনও এরকম জলচ্ছ্বাস হয়েছিল । আজ জল না-কমা পর্যন্ত লক্ষ্য রাখতে হবে ৷

ফের মাল নদীতে হড়পা বান

প্রসঙ্গত, দশমীর দিন রাতে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানে বহু মানুষকে ভাসিয়ে নিয়ে যায় ৷ অধিকাংশকে উদ্ধার করা গেলেও 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ 13 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ৷ তবে, কেউ নিখোঁজ রয়েছে কি না, তা এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি ৷ এই ঘটনায় মাল নদীর গতিপথ বদল করার অভিযোগ উঠেছে ৷ আর সেই কারণেই হড়পা বান ভয়াবহ রূপ ধারণ করে বলে অভিযোগ ৷

Last Updated : Oct 8, 2022, 10:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details