শিলিগুড়ি, 20 মার্চ: ফের এক শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Child Death at North Bengal Medical Hospital)। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে চিকিৎসকমহল । এই নিয়ে চলতি মাসে দুই শিশুর মৃত্যু হল এই হাসপাতালে । আর এই শিশুর মৃত্যুর পর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা ।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical College and Hospital) সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার নিউটাউন পাড়ার বাসিন্দা পাঁচ মাসের ওই শিশুটির নাম রাধারানি দাস । শ্বাসকষ্ট-সহ অন্য উপসর্গ নিয়ে তাকে গত 9 মার্চ মেডিক্যালে ভর্তি করেছিল তার পরিবার । তারপর থেকে পিডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (PICU) রেখে তার চিকিৎসা চলছিল । এরইমধ্যে গত বৃহস্পতিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ যার জেরে শনিবার মাঝরাতে শিশুটি মারা যায় ৷ এরপর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল জানায়, শিশুটি সিভিয়ার সেপটিসিমিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত ছিল ।