বিধবা মহিলার বাড়ি বানানোর উদ্যোগ সিপিএম পঞ্চায়েত সদস্যর জলপাইগুড়ি, 27 জুলাই: "ভোটে হারি বা জিতি মাথার ছাদ ঠিক তৈরি করে দেব," ভোটের প্রচারে গিয়ে গৃহহীন বিধবা মহিলাকে আশ্বাস দিয়েছিলেন সিপিএম প্রার্থী গৌরী শীল রায়। পঞ্চায়েত নির্বাচনে জয়ী হবার পরেই বিধবা মহিলার পাশে দাঁড়ালেন সিপিএম পঞ্চায়েত সদস্য। বাড়ি বানানোর জন্য চাঁদা তুলে বিধবা মহিলার পাশে দাঁড়ালেন পঞ্চায়েত সদস্য-সহ এলাকার শুভাকাঙ্খীরা। বানিয়ে দিচ্ছেন বাড়ি।
জলপাইগুড়ি খড়িয়া গ্রামপঞ্চায়েতের পোড়াপাড়া বুথের দরিদ্র বিধবার গৃহনির্মাণ করে দেওয়ার কাজ শুরু হল ৷ সরকারের আবাস প্রকল্প থেকে বঞ্চিত এই বিধবাকে বুথের পার্টি কর্মীদের উদ্যোগে গৃহনির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় ৷ এই এলাকায় নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যর এই কাজে সাহায্য করেছেন পাড়া-প্রতিবেশীরা ৷ এর আগে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে কিছুই কাজ করেনি। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায়নি। নিত্যদিনের যে প্রয়োজন সেদিকে নজর দেয়নি, এমনটাই অভিযোগ সিপিএমের ৷
আরও পড়ুন:মানবিক জেলাশাসক, পাশে দাঁড়ালেন বিশেষভাবে সক্ষম পড়ুয়া-সহ অসহায় পরিবারের
সিপিএমের পঞ্চায়েত সদস্য গৌরী শীল রায় বলেন, "আমরা ভোটের প্রচারে গিয়ে মহিলার দুর্দশায় চিত্র দেখতে পাই। আমরা দেখে আসছি তিনি কতটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। আজ আমরা এলাকার সবাই মিলে তাঁর বাড়ি বানিয়ে দিচ্ছি। তিনি পাশে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় থাকতেন। আমরা সবাই মিলে চাঁদা তুলে তাঁর বাড়ি বানিয়ে দিচ্ছি।" বিধবা মহিলা মিলন রায় বলেন, " আমার বাড়ি ভেঙে যাওয়ার পর সরকারি কোনও সহযোগিতা পাইনি। পরিচারিকার কাজ করে দিন গুজরান করি ৷ সিপিএমের তরফে আমার ঘরটা বানিয়ে দিচ্ছি।"
এনিয়ে, এলাকার সিপিএম নেতা সুবীর রায় জানান, তাঁর স্বামী মারা যাওয়ার পর তাঁর অবস্থা আরও খারাপ হয় ৷ পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে আশ্রয় নিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে দেখতে পাই, তাঁর করুণ অবস্থা। আমরা বলেছিলাম ভোটে হারি বা জিতি আমরা আপনাকে সাহায্য করব। তাই তাঁর বাড়িটা ঠিক করে দিচ্ছি। কয়েকটা বাড়িতে বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করে দেব।
আরও পড়ুন:পঞ্চায়েত ভোট সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে জেলাশাসককে ডেপুটেশন বামেদের