পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যবিধি মেনে পর্যটক ফেরাতে মরিয়া ডুয়ার্স - জলপাইগুড়ির তিস্তা সুন্দরী ট্যুরিজম প্রোপার্টি

PPE কিট পরা কর্মী স্বাগত জানাবে পর্যটককে ৷ স্যানিটাইজ করা হবে অতিথির গাড়ি থেকে লাগেজ ৷ স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রশিক্ষণ নেবেন হোটেল, রিসর্ট কর্মীরা ৷ লকডাউনে ভেঙে পড়া ডুয়ার্সের পর্যটন ব্যবসা চাঙ্গা করতে তৈরি রাজ্যের পর্যটন দপ্তর থেকে ব্যবসায়ীরা ৷

doors tourism  after lockdown
ডুয়ার্স

By

Published : Jun 24, 2020, 10:32 PM IST

Updated : Jun 26, 2020, 11:01 PM IST

জলপাইগুড়ি, 24 জুন : মিশন 2021 ৷ লক্ষ্য আগামী বছর ৷ তবে, নতুন আঙ্গিকে পর্যটক-বরণে এখনই প্রস্তুতি পর্যটন দপ্তর । লকডাউনে থমকে থাকার পর ব্যবসা চাঙ্গা করতে নয়া পরিকল্পনা নিচ্ছেন ব্যবসায়ীরাও । তবু, কোরোনা-আতঙ্ক কাটিয়ে, সংক্রমণের আশঙ্কা উড়িয়ে আদৌ কি পর্যটক ফিরবে সবুজ পাহাড়, নদী, মেঘ, শীত আর কুয়াশার দেশে ? সরকারি দপ্তর ও ব্যবসায়ীরা জানাচ্ছে, দুশ্চিন্তা দূর করতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে ৷ স্যানিটাইজেশনে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

ডুয়ার্স ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট ফোরামের তথ্য অনুযায়ী, ডুয়ার্সে পর্যটন ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত 72 হাজার মানুষ । পরোক্ষভাবে 86 হাজার মানুষের রুটিরুজি এই ব্যবসা । লকডাউনে তাঁদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন । গত কয়েকমাসে ক্ষতি হয়েছে প্রায় 720 কোটি টাকা ।

ফোরামের সম্পাদক দিব্যেন্দু দেব জানান, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে 274 টি রিসর্ট রয়েছে । ব্যবসা থমকে যাওয়ায় বিপাকে পড়েছে রিসর্টগুলির সঙ্গে জড়িত গাড়ির চালক ও মালিক, রিসর্ট ও হোটেলের কর্মী, গাইডরা ।

পর্যটন দপ্তরের অতিথিশালা ঘুরে দেখলেন মন্ত্রী৷

সমস্যা তীব্র হওয়ায় ফোরামের তরফে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের পর্যটন দপ্তরের কাছে আর্থিক প্যাকেজ দাবি করা হয়েছে বলেও জানান দিব্যেন্দুবাবু । কিন্তু, এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও শুরু হয়েছে ৷ ডুয়ার্স ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট ফোরামের মতো 14 টি সংগঠন একজোট হয়ে নতুন করে চলার রূপরেখা তৈরি করেছে । যার প্রথম শর্ত, পর্যটকদের মন থেকে আতঙ্ক দূর করা ৷ সেই কারণেই কড়া স্বাস্থ্যবিধি পালনের ব্যবস্থা ৷

এদিকে পর্যটন দপ্তরের অতিথিশালা তথা পর্যটক আবাসে পর্যটকরা এলে কী কী করণীয়, সেই নিয়মাবলি জেলাশাসকদের কাছে পাঠিয়েছে দপ্তর ৷ নিয়ম হয়েছে, অতিথিশালায় পর্যটক এলেই PPE কিট পরা কর্মী প্রথমে গাড়ি স্যানিটাইজ করবে । এরপর লাগেজ স্যানিটাইজ করা হবে ৷ একদিকে যেমন পর্যটকদের নিরাপত্তা দিকটি দেখা হচ্ছে, তেমনি অতিথিশালার কর্মীদের সুরক্ষাতেও প্রাধান্য দেওয়া হচ্ছে । কোরোনা আবহে অতিথিদের কীভাবে দেখভাল করা হবে সেই বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে রিসর্ট ব্যবসায়ীরা ৷ এক্ষেত্রে পর্যটন দপ্তরের পরামর্শ চাইছে তারা ৷

স্বাস্থ্যবিধি মেনে পর্যটক ফেরাতে মরিয়া ডুয়ার্স

জলপাইগুড়ির তিস্তা সুন্দরী ট্যুরিজ়ম প্রোপার্টির ম্যানেজার জানান, নতুন করে শুরু করতে হচ্ছে । তবে, আগে যেভাবে অতিথিদের স্বাগত জানাতাম এবারও জানাব ৷ পরিচ্ছন্নতা সবার আগে ৷ সবকিছু স্যানিটাইজ় করা হবে। যে পেনটি দেওয়া হবে খাতায় এন্ট্রি করার জন্যে তাও স্যানিটাইজ় করে দেওয়া হবে । সংক্রমণ রুখতে সবরকম ব্যবস্থা নিচ্ছি আমরা ।

অন্ধকার থেকে আলোয় ফিরতে শেষ থেকে শুরুর কথা জানাচ্ছে সকলেই ৷ তবে, মেটিং সিজিনে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান আগামী তিন মাস বন্ধ । তারপর পুজো ৷ কিন্তু, এবার পুজোয় ভালো ব্যবসা হবে বলে মনে করছেন না অনেকেই ৷ তাই মিশন 2021 ৷ নতুন বছরে ডুয়ার্সের পর্যটন ব্যবসায় নতুন সূর্য উঠবে বলেই মনে করছে জলপাইগুড়ি ট্যুর অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও ৷

অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ির জেলা সম্পাদক অলোক চক্রবর্তী বলেন, "2021 টার্গেট । এবছর ব্যবসা কম হবে । তবে, স্বাস্থ্যবিধি নিয়ে কড়াকড়ি দরকার ৷ বেড়াতে এসে পর্যটক আক্রান্ত হলে বিপাকে পড়ে যাব ৷ শুরুটা ভালো হওয়া চাই । জানুয়ারিতে গ্র্যান্ড ওপেনিং করব । "

সঙ্গে রয়েছে পর্যটন দপ্তরও ৷ তিস্তা সুন্দরী অতিথিশালা ঢেলে সাজানোর পর সম্প্রতি তা ঘুরে দেখেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷

তিনি বলেন, "ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট প্রোজেক্টগুলি শুরু করা হয়েছে । 5 টা প্রোজেক্ট চালু করা হয়েছে । পর্যটকদের নিরাপত্তায় কী কী করণীয় তার গাইডলাইন তৈরি হয়েছে । আমরা চেস্টা করছি পুজোর মধ্যে সবকিছু স্বাভাবিক করতে । কোরোনা নিয়েই চলতে হবে । সাবধানতা অবলম্বন করে চলতে হবে ৷ "

Last Updated : Jun 26, 2020, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details