জলপাইগুড়ি, 7 মে : রাজ্য সরকারের বরাবরই বিরুদ্ধাচরণ করে আসে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রটি । রাজ্যে যে শাসকদল আসে তার বিপরীতে দিকে চলে জলপাইগুড়ি সদর বিধানসভা । এমনই প্রবাদ চলে আসছে । রাজ্যে ক্ষমতায় যে দল থাকে তার বিপরীত দলের হাতে জলপাইগুড়ি সদর বিধানসভার ক্ষমতা থাকে ৷ কিন্তু, এবার সেই দীর্ঘদিনের রেকর্ড ভাঙল ৷ এই কেন্দ্র থেকে এবার জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপকুমার বর্মা ।
দীর্ঘদিন বাদে জলপাইগুড়ি সদর বিধানসভা থেকে জয়ী হল শাসকদল । 2006 সালে রাজ্যে জয়লাভ করে বামফ্রন্ট ৷ সেসময় জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হন কংগ্রেসের দেবপ্রসাদ রায় । এরপর 34 বছরের বাম জমানার অবসান ঘটিয়ে 2011 সালে রাজ্যে পালাবদল ঘটে ৷ ক্ষমতায় আসে তৃণমূল ৷ সেসময় জলপাইগুড়ি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা জয়ী হয়েছিলেন । এরপর 2016 সালেও ফের সুখবিলাস বর্মা জয়ী হন ৷ এবার তা হল না । 2021 সালে দীর্ঘদিন বাদে শাসকদলের পক্ষেই রায় দিল জলপাইগুড়ি সদর বিধানসভার জনতা।জয়ী হলেন জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক প্রদীপ বর্মা ।
কয়েক দশক পর সদর বিধানসভা দখল শাসকদলের - তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ কুমার বর্মা
দীর্ঘদিন বাদে জলপাইগুড়ি সদর বিধানসভা থেকে জয়ী হল শাসকদল । 2006 সালে রাজ্যে জয়লাভ করে বামফ্রন্ট ৷ সেসময় জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হন কংগ্রেসের দেবপ্রসাদ রায় । এরপর 34 বছরের বাম জমানার অবসান ঘটিয়ে 2011 সালে রাজ্যে পালাবদল ঘটে ৷ ক্ষমতায় আসে তৃণমূল ৷ সেসময় জলপাইগুড়ি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মা জয়ী হয়েছিলেন । এরপর 2016 সালেও ফের সুখবিলাস বর্মা জয়ী হন ৷ এবার 2021 সালে দীর্ঘদিন বাদে তৃণমূলের পক্ষেই রায় দিল জলপাইগুড়ি সদর বিধানসভার জনতা ।
কয়েক দশক পর সদর বিধানসভায় ক্ষমতায় শাসকদল
প্রদীপকুমার বর্মা জানান, আমার খুব ভালো লাগছে ৷ সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ পেলাম । নির্বাচনের আগে থেকেই কাজটা করে আসছি । এবার শাসকদলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে কাজ করব । সাধারণ মানুষের হয়ে কাজ করব । আশা করি ভালই হবে ।