জলপাইগুড়ি, 9 জুন : পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামের একাধিক বাসিন্দা । ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার এলাকার পূর্ব শালবাড়িতে । শনিবার সদানন্দ মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে পুজোর আয়োজন করা হয় । সেই পুজোতে গ্রামের প্রায় সকলেই নিমন্ত্রিত ছিলেন । সেইখানেই প্রসাদ খাওয়ার পর অনেকে অসুস্থ বোধ করতে থাকেন।
প্রসাদ খেয়ে ময়নাগুড়িতে অসুস্থ প্রায় 64
ময়নাগুড়ির পূর্ব শালবাড়িতে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামের একাধিক বাসিন্দা । বর্তমানে তাঁরা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ।
অসুস্থ বাসিন্দা
অসুস্থদের ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । তাদের মধ্যে 10 জন শিশু,3০ জন মহিলা ও 24 জন পুরুষ রয়েছেন। বর্তমানে অসুস্থদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
Last Updated : Jun 9, 2019, 1:42 PM IST