জলপাইগুড়ি, 14 মে : জমি বরাদ্দ হয়েছে 10 বছর আগে । কিন্তু জমি হস্তান্তরিত করা হয়নি । 10 বছর পর আজ অবশেষে জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলার উদ্যোগে নিজস্ব প্রশাসনিক ভবন তৈরির জন্য ওই জমি হস্তান্তরিত করা হয় রাজ্য সরকারের বাণিজ্য কর দপ্তরকে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সার্কেলের জন্য দপ্তরের ভবনটি তৈরি করা হবে ।
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে 2008 সালে জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ায় বাণিজ্য কর দপ্তরকে 1.33 একর জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল । কিন্তু নানা কারণে সেই জমি এতদিন হাতে পায়নি দপ্তর । এদিন দপ্তরের
সার্কেল হেড সিনিয়র জয়েন্ট কমিশনার শুভঙ্কর বিশ্বাস, জয়েন্ট কমিশনার ডি এস গুপ্ত , ডেপুটি কমিশনার জয়দীপ মণ্ডল সহ 7-8 জন অফিসার এবং সদর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক পুলিশ নিয়ে গিয়ে জমির ডিমার্কেশন করেন ।