জলপাইগুড়ি, 9 অগস্ট: মঙ্গলবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ডেঙ্গুয়াঝার চা বাগানে ৷ রাজগঞ্জ ও সদর ব্লকের আদিবাসী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই আদিবাসী দিবসের আয়োজন করা হয়েছিল (Adiwasi Diwas Celebration)। এদিন দুপুরে ডেঙ্গুয়াঝার চা বাগানের মাঠে মূল অনুষ্ঠান হয়। আদিবাসীদের সুখ-দুঃখের পাশাপাশি তাঁরা যে আজও বিভিন্ন অধিকার বঞ্চিত তা নিয়ে এদিন জোড়ালো সওয়াল ওঠে।
এদিন সংগঠনের সভাপতি তথা শাসক দলের গ্রামপঞ্চায়েতের প্রধান দলেরই রাজগঞ্জের বিধায়কের নাম না-নিয়েই বিধায়ককে মাতাল বলে 'আখ্যা' দেন। তিনি বলেন, "বাড়ির লোকেদেরকেই ঠিকমতো রাখতে পারেন না, তিনি আমাদের কথা কীভাবে চিন্তা করবেন। আমাদের কথা ভাবেন না। তাই সময় এসেছে আন্দোলন করার। একজোট হয়ে সবাইকে আন্দোলন করতে হবে।"