ধূপগুড়ি, 15 নভেম্বর: নিউ মার্কেটের পর ধূপগুড়ি ৷ কালীপুজোয় চাঁদা নিয়ে জুলুমবাজির জেরে ফের প্রহৃত পুলিশ ৷ রাস্তার উপরে জুলুমবাজদের শিকার হলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় । অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন রাত 11টা 30 নাগাদ জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন । সেই সময় আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও চাঁদা নেওয়ার জন্য দাঁড় করানো হয় । পরিস্থিতি বুঝে পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁকে আক্রমণ করা হয় ৷ দেহরক্ষীকে বাঁচাতে গাড়ি থেকে নামতেই অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ ।
ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ-সহ তাঁর দেহরক্ষী ৷ মাথায় গুরুতর চোট লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ৷ আহত অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে ছেড়ে দেওয়া হয় ৷ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। সেই সময় তারা গাড়ি আটকায় । প্রথমে দেহরক্ষী গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবকরা । তখন গাড়ি থেকে নামতেই তাঁর মাথায় পাথর ছুড়ে মারে । গাড়িও ভাঙচুর করা হয়।