পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Beaten in Dhupguri: পুলিশের গাড়ি দাঁড় করিয়ে চাঁদার জুলুম, প্রতিবাদে অতিরিক্ত পুলিশ সুপারকে মারের অভিযোগ - চাঁদার জুলুম নিয়ে পুলিশকে মার পুজো কমিটির যুবকদের

ধূপগুড়িতে চাঁদার জুলুমের শিকার অতিরিক্ত পুলিশ সুপার ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় । এর আগে কালীপুজোর দিন কলকাতার নিউমার্কেট থানার অতিরিক্ত ওসিও এভাবেই চাঁদার জুলুম রুখতে গিয়ে মার খেযেছিলেন।

Etv Bharat
আহত অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 7:06 AM IST

Updated : Nov 15, 2023, 10:34 AM IST

চাঁদার জুলুম রুখতে গিয়ে প্রহৃত হলেন পুলিশ সুপার

ধূপগুড়ি, 15 নভেম্বর: নিউ মার্কেটের পর ধূপগুড়ি ৷ কালীপুজোয় চাঁদা নিয়ে জুলুমবাজির জেরে ফের প্রহৃত পুলিশ ৷ রাস্তার উপরে জুলুমবাজদের শিকার হলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের আংরাভাষা এলাকায় । অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন রাত 11টা 30 নাগাদ জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন । সেই সময় আংরাভাষা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িও চাঁদা নেওয়ার জন্য দাঁড় করানো হয় । পরিস্থিতি বুঝে পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁকে আক্রমণ করা হয় ৷ দেহরক্ষীকে বাঁচাতে গাড়ি থেকে নামতেই অতিরিক্ত পুলিশ সুপারের মাথায় পাথর ছুড়ে মারা হয় বলে অভিযোগ ।

ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ-সহ তাঁর দেহরক্ষী ৷ মাথায় গুরুতর চোট লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ ৷ আহত অতিরিক্ত পুলিশ সুপারকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর মাথায় ব্যান্ডেজ লাগিয়ে ছেড়ে দেওয়া হয় ৷ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। সেই সময় তারা গাড়ি আটকায় । প্রথমে দেহরক্ষী গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে ওই যুবকরা । তখন গাড়ি থেকে নামতেই তাঁর মাথায় পাথর ছুড়ে মারে । গাড়িও ভাঙচুর করা হয়।

উল্লেখ্য, কালীপুজোর দিন কলকাতার নিউ মার্কেট থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ-সহ তিনজন পুলিশ কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটে ৷ ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ট্রাক চালক 5 হাজার টাকা চাঁদা দিতে না-চাওয়ায় পুজো কমিটির সদস্যরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে শুরু করে ৷ আটকাতে গিয়ে মার খেতে হয় পুলিশকে ৷

আরও পড়ুন :

1 কালীপুজোয় চাঁদার জুলুম! নিউ মার্কেট থানার অতিরিক্ত ওসি-সহ 3 পুলিশকর্মীকে 'মার'

2পুলিশকর্মীকে পিটিয়ে 'হত্যা', অভিযুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবাডি খেলোয়াড়

Last Updated : Nov 15, 2023, 10:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details