পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রণাম করে কলেজে দলীয় পতাকা লাগাল ABVP - ABVP

ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রণাম করে ময়নাগুড়ি কলেজের গেটে পতাকা লাগাল ABVP-র সমর্থকরা। জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম ময়নাগুড়ি কলেজে ABVP পতাকা লাগাল । এতদিন তৃণমূল ছাত্র পরিষদের জন্য তারা কলেজে ঢুকতে পারেনি ।

প্রণাম করে কলেজে দলীয় পতাকা

By

Published : May 28, 2019, 8:43 PM IST

Updated : May 28, 2019, 10:34 PM IST

জলপাইগুড়ি, 28 মে : হাতে ABVP (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)-র পতাকা । মুখে "ভারতমাতা জয়" স্লোগান । এরপরেই সটান ময়নাগুড়ি কলেজে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রণাম । আজ সকালে ময়নাগুড়ি কলেজে দেখা গেল এই দৃশ্য । ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রণাম করে ABVP কর্মীরা কলেজের গেটে লাগিয়ে দেয় সংগঠনের পতাকা ।

ভিডিয়োয় শুনুন অমিত বসাকের বক্তব্য

আজ ময়নাগুড়ির আব্দুল মোড় থেকে ময়নাগুড়ি কলেজের গেট পর্যন্ত ABVP কর্মীরা মিছিল করে । এরপর তারা কলেজে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুস্মিতা পণ্ডিতকে প্রণাম করে । পাশপাশি তারা তৃণমূল ছাত্র পরিষদের "অত্যাচার" বন্ধ ও ছাত্র সংসদে ভোটের দাবি । ABVP-র রাজ্য নেতা অমিত বসাক বলেন, "দীর্ঘদিন ধরে কলেজে ছাত্র সংসদ নেই । কিন্তু, তৃণমূলের ছাত্র নেতারা সংসদ দখল করে আছে । সেটা আমরা আর চলতে দেব না । আমরা কলেজে নোংরা রাজনীতি করতে দেব না । কলেজে ছাত্র সংসদের ভোট না হওয়া পর্যন্ত আমরা কাউকে ছাত্র সংসদের ঘরে বসতে দেব না । " আজ কলেজে ABVP কর্মীদের ভিড় থাকলেও তৃণমূল ছাত্র পরিষদের কোনও নেতাকেই সেখানে দেখা যায়নি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, "আগে ABVP ইউনিট আমাদের কলেজে ছিল না । আজ তারা আমার কাছে তাদের দাবিদাওয়া জানাতে এসেছিল। "

Last Updated : May 28, 2019, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details