পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek on SC Order: নিয়োগ মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর সুপ্রিম নির্দেশকে স্বাগত জানালেন অভিষেক - অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

সাক্ষাৎকার বিতর্কের জেরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

Abhishek on SC Order
Abhishek on SC Order

By

Published : Apr 28, 2023, 1:19 PM IST

Updated : Apr 28, 2023, 7:00 PM IST

নিয়োগ মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর সুপ্রিম নির্দেশকে স্বাগত জানালেন অভিষেক

জলপাইগুড়ি, 28 এপ্রিল: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই নির্দেশ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য, ‘‘আমি আগেও বলেছি, হাইকোর্টের যেকোনও রায় বা সুপ্রিম কোর্টের যেকোনও রায় আমাদের কাছে শিরোধার্য ৷ এবং আমরা সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস ভারতবর্ষের বিচারব্যবস্থার উপর রাখি ৷’’ একই সঙ্গে এই বিষয়ে তাঁর সংযোজন, ‘‘যেহেতু বিচারের ব্যপার আমি বলব না । যদিও এই মামলার আবেদনকারী আমি নিজে ছিলাম ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, মাস কয়েক আগে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন তৃণমূল নেতা কুন্তল ঘোষ ৷ সম্প্রতি তিনি অভিযোগ করেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ৷ তাৎপর্যপূর্ণভাবে কুন্তল দাবি করার দিন দুই আগেই একই ধরনের বক্তব্য শোনা গিয়েছিল অভিষেকের মুখে ৷ তিনি অভিযোগ করেছিলেন যে তাঁর নাম বলানোর জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলি চাপ দেয় গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের উপর ৷

বিষয়টি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে ৷ তিনি এই বিষয়ে কুন্তল ও অভিষেককে মুখোমুখি বিষয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ৷ তাঁর সেই পর্যবেক্ষণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই পর্যবেক্ষণের উপর আগেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

কিন্তু শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের বিষয়টি উঠে আসে ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা চান দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ সেই হলফনামা পাওয়ার পর বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি ৷ সেই নিয়েই জলপাইগুড়িতে প্রতিক্রিয়া দেন অভিষেক ৷ বলেন, ‘‘দেশের সর্বোচ্চ আদালত, মহামান্য প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন তাকে স্বাগত জানাচ্ছি । আর আশা করি মানুষ তার নায্য বিচার পাবে ৷’’

পাশাপাশি তিনি এই দুর্নীতির অভিযুক্তদের নিয়েও কথা বলেন ৷ তাঁর কথায়, ‘‘আমি মনে করি আগামিদিনে সঠিক বিচার হোক । এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেউ এই তদন্তে দোষী সাব্যস্ত, প্রমাণিত বা কারও বিরুদ্ধে কোনও অভিযোগ হলে পূর্ণাঙ্গ তদন্ত হোক ৷ তদন্তকারী সংস্থা তদন্ত করছে ৷ সেই তদন্ত করে ভারত বা বাংলার মাটিতে দৃষ্টান্ত স্থাপন করা হোক ৷ এটার নজিরবিহীন শাস্তি হোক ৷’’ একই সঙ্গে এই ইস্যুতে তিনি বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘শহিদ মিনারের সভা থেকে বলেছিলাম বিজেপি ভোটে জিততে না পেরে বিচারব্যবস্থার এক দু’জনকে কাজে লাগিয়ে গত 22 মাসে 23টা সিবিআই তদন্ত দিয়েছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমি সেটা বলেছিলাম মার্চ মাসের 29 তারিখ ৷ আজ এই মাসের 28 তারিখ ৷ এই মাসে আরও তিনটে সিবিআই দিয়েছে ৷ সুতরাং দু’বছরে 26টা সিবিআই দিয়েছে ৷ সেগুলো নিয়ে সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালত সেগুলো খারিজ করে দিচ্ছে ৷ মানুষ দেখুক ৷’’ এর সঙ্গে তাঁর সংযোজন, ‘‘আমি সকলকে অনুরোধ করব যে বিচারব্যবস্থায় যাঁরা আছেন, মানুষ যাঁতে সঠিক বিচার পায়, সেটা আগামিদিন সুনিশ্চিত করতে হবে৷’’

পাশাপাশি রামনবমীর মিছিলে এনআইএ তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্টে তা খারিজ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অভিষেক ৷ কারণ এই ঘটনায় বিজেপি করেছে ৷ অভিযুক্তদের এনআইএ বাঁচিয়ে রাখবে বলে তিনি মনে করেন ৷

আরও পড়ুন:বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সমস্ত নিয়োগ মামলা থেকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated : Apr 28, 2023, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details