জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের থেকে যাঁরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান হয়েছেন, ভালো কাজের ওপরেই তাঁদের পদের মেয়াদ নির্ভর করবে ৷ শনিবার এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘যাঁরা কাজ করবেন না, তাঁদের টাটা বাই বাই করে দেওয়া হবে ৷’’
এ দিন ধূপগুড়ির ফণীর মাঠে উপ-নির্বাচনের প্রচারে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ ওই সভা থেকে তিনি বলেন, ‘‘যাঁরা প্রধান, উপপ্রধান হয়ে গিয়েছেন, তাঁরা ভুলে যাবেন না যে ভালো কাজ করলে পদের মেয়াদ বাড়বে । খারাপ কাজ করলে দল ব্যবস্থা নেবে । মানুষকে পরিষেবা না দিলে পদ থাকবে না । সেই প্রধান বা উপপ্রধান যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন না, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।’’
তিনি আরও বলেন, ‘‘আমি তিন মাস পর পর পর্যালোচনা করব । এই প্রক্রিয়া ধূপগুড়ি থেকে শুরু করব । যিনি সাধারণ মানুষকে পরিষেবা দেবেন, তিনি প্রধান বা সভাপতি থাকবেন৷ যিনি পরিষেরা দেবেন না, তিনি টাটা বাই বাই । মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, সেই থাকবেন ।’’