মৃত তৃণমূল কর্মীর মায়ের সঙ্গে দেখা করলেন অভিষেক জলপাইগুড়ি, 29 এপ্রিল: তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে একের পর এক মন্দির দর্শন এবং সেখানে পুজো দিচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আজ তৃণমূলের নব জোয়ার কর্মসূচির ষষ্ঠ দিনে জটিলেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি ৷ তার আগে শনিবার সকালে ক্রান্তির চেকেন্দা মন্দিরে পুজো দেন অভিষেক ৷ পাশাপাশি, 2020 সালে ময়নাগুড়ি চুরা ভান্ডার এলাকায় নিহত তৃণমূল কর্মী ভম্বল ঘোষের মা কাননবালা ঘোষের সঙ্গে দেখা করলেন অভিষেক ৷ তাঁকে আশ্বাস দিলেন, তাঁর পরিবারে সমস্ত বিষয় দেখবেন ৷ সেই সঙ্গে তাঁর ছোট ছেলের চাকরির আশ্বাসও দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
এদিন কাননবালা ঘোষের সঙ্গে দেখা করে অভিষেক আশ্বস্ত করেন, ‘‘আমি দেখে গেলাম, শুনে গেলাম, কোনও চিন্তা করবেন না ৷ আপনি শুধু ঠিকমতো খাওয়া দাওয়া করুন, নিজের খেয়াল রাখুন, শরীরের প্রতি যত্ন নিন ৷ আপনার পরিবারের সমস্ত বিষয় দেখব ৷’’ তার আগে জটিলেশ্বর মন্দিরের পুজো দিযতে যান অভিষেক ৷ সেখান থেকেই ময়নাগুড়ি চুরা ভান্ডার এলাকায় মৃত ভোম্বল ঘোষের মায়ের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার সকালে ক্রান্তির চেকেন্দা ভান্ডারী মন্দিরে পুজো দেন তিনি ৷
অভিষেকের ষষ্ঠদিনের এই জনসংযোগ কর্মসূচি উপলক্ষে অসংখ্য মানুষের ভিড় হয়েছিল ময়নাগুড়িতে ৷ এমনকি চেকেন্দা ভান্ডারী মন্দিরেও তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য ৷ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দেন ৷ সেখানে পুজো দিয়ে বেরিয়ে মন্দির চত্বরে তৈরি করা মঞ্চে পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়কে সংবর্ধনা জানান অভিষেক ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাফল্য চেয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন ৷
আরও পড়ুন:জনসংযোগে অভিষেকের কার্পেটে হাঁটাকে কটাক্ষ দিলীপের, পালটা দিলেন তৃণমূলের 'যুবরাজ'
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস পেয়ে খানিকটা নিশ্চিন্ত ভোম্বল ঘোষের মা কানন বালা ঘোষ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলে বেরিয়ে যাওয়ার পরে তিনি বলেন, ‘‘ছোট ছেলের চাকরির বিষয়ে বলেছিলাম ৷ তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কিছু নিয়ে চিন্তা করতে হবে না ৷ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করা হবে ৷’’ এই আশ্বাসে খুশি মৃত তৃণমূল কর্মীর মা ৷ তিনি জানিয়েছেন, এত দিন নিয়মিত খোজ রাখছিলেন ময়নাগুড়ির তৃণমূল নেতা মনোজ রায় ৷ তিনিও ছোট ছেলের চাকরির জন্য চেষ্টা করছিলেন ৷ তবে, বলেছিলেন একটু সময় লাগবে ৷ আজ অভিষেকের আশ্বাসে তাঁর বিশ্বাস আর বেশি সময় লাগবে না ৷