পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee: 'নতুন তৃণমূল মানে মানুষ যে তৃণমূল দেখতে চায়', ব্যাখ্যা অভিষেকের

রবিবার মালবাজারের সভা থেকে বিজেপি'কে রাজ্যভাগ ইস্যুতে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises BJP) ৷ নতুন তৃণমূল প্রসঙ্গেও এদিন ব্যাখ্যা দেন তিনি ৷

Abhishek Banerjee malbazar
ETV Bharat

By

Published : Sep 11, 2022, 7:29 PM IST

Updated : Sep 11, 2022, 8:21 PM IST

জলপাইগুড়ি, 11 সেপ্টেম্বর: রাজ্যের শাসকদলের বিভিন্ন নেতার বিরুদ্ধে যখন বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে 'নতুন তৃণমূল'-এর কথা ৷ অভিষেকের এই পরিকল্পনা নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে ৷ প্রশ্ন উঠেছিল তবে কী দলের পুরনো নেতাদের ব্রাত্য করে নতুন মুখকে দলের প্রথম সারিতে নিয়ে আসার কথা বলছেন তিনি ? রবিবার এর ব্যাখ্যা নিজেই দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ (Abhishek Banerjee) ৷

এদিন মালবাজারে চা বাগান শ্রমিকদের সভায় অভিষেক জানান, নতুন তৃণমূল বলতে তিনি মানুষ যে তৃণমূল দেখতে চায়, সেই তৃণমূলের কথা বলেছেন(Abhishek Banerjee speaks on new TMC) ৷ তাঁর কথায়, "আমি নতুন তৃণমূল কংগ্রেস বলেছিলাম । মানুষ যে তৃণমূল কংগ্রেস দেখতে চেয়েছেন সেটাই হবে । সেভাবেই তৃণমূলকে প্রতিষ্ঠিত করতে হবে । তার জন্য আমরা বদ্ধপরিকর । আগামিদিনেও পঞ্চায়েতে দেখবেন শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হবে । আমাদের কথা নিয়ে আমরা মানুষের কাছে যাব । বিরোধীরা বিরোধীদের কথা নিয়ে যাবে । একপক্ষকে মানুষ গ্রহণ করবে, একপক্ষকে গ্রহণ করবে না । একপক্ষকে বর্জন করবে । আমি নতুন তৃণমূলের কথা বলেছিলাম এই কারণে যে, 2011 সালে যে তৃণমূলকে সামনে রেখে বাম সরকারকে উৎখাত করা হয়েছিল, সেই তৃণমূলকে মানুষ দেখতে চায় । যে তৃণমূল মানুষকে সাহায্য করে আমি তার কথা বলেছি ।"

নতুন তৃণমূলের ব্যাখ্যা দিলেন অভিষেক

আরও পড়ুন: পিএফ-গ্র্যাচুইটি না পেলে বিজেপি সাংসদ,বিধায়কদের বাড়ি ঘেরাও, প্রয়োজনে দিল্লি অভিযান; চা-শ্রমিকদের বার্তা অভিষেকের

দলে দুর্নীতি প্রসঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "নিশ্চিতভাবে দল বড় হয়েছে । দু-একজনের জন্য সবাইকে খারাপ বলা যাবে না । দেখুন দল সংশোধন করছে কি না, নতুন ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে । তাতে কাদের রাখা হয়েছে দেখে নিন । যদি কেউ ভুল করে তাদের পাশে দল দাঁড়াবে না । যারা নিজের স্বার্থ চরিতার্থ করে তাদের পাশে তৃণমূল দাঁড়াবে না । এটা আমি স্পষ্ট করে বলে যাচ্ছি ৷" এর পরেই তাঁর সংযোজন, "আমি যখন 12 জুলাই এসেছিলাম তখন তো পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে ইডি, সিবিআই গ্রেফতার করেনি ৷ তাও আমি তখন নতুন তৃণমূলের কথা বলেছিলাম ৷ তখন এই ঘটনাগুলো ঘটেনি ৷"

এদিন উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রাজ্যভাগ প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিষেক (Abhishek Banerjee Speaks on Bengal Partition) ৷ জানিয়েছেন, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয় একটাই বঙ্গ আর সেটা হল পশ্চিমবঙ্গ ৷ তিনি বলেন, "এক সভায় এক ধর্মগুরু বলেছেন, অমিত শাহ নাকি তাঁর কানে কানে বলে দিয়ে এসেছেন, কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে । জন বার্লা বলছেন, আলাদা রাজ্য হবে । একজন বলছে পৃথক রাজ্য হবে, একজন বলছে কেন্দ্রশাসিত রাজ্য হবে । এরা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিচ্ছে । এটাই বিজেপি'র আসল চরিত্র । আমরা বলেছি যতদিন রক্ত আছে বাংলাকে ভাগ হতে দেব না । আমাদের কাছে আলাদা উত্তরবঙ্গ নেই । উত্তরবঙ্গ, গৌড়বঙ্গ বলে কোনও কথা নেই । একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ ৷"

Last Updated : Sep 11, 2022, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details