জলপাইগুড়ি, 29 এপ্রিল: এর আগে জলপাইগুড়ির দোমহনীতি যখন এসেছিলেন, সেখানকার হাটের বেহাল দশা দেখে জেলা পরিষদের সভাধিপতিকে ভর্ৎসনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তৃণমূলের নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে দ্বিতীয়বার দোমহনীতে গিয়ে ফের সেই হাটের পরিস্থিতি ঘুরে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানালেন, হাটের ক্রেতা-বিক্রেতাদের সমস্যার সমাধান, কিছুটা হলেও হয়েছে ৷ শনিবার দুপুরে সেখানেই স্থানীয় বাসিন্দা স্বপন রাউত এবং রাজু রাউতের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অভিষেক ৷ মাটির সরায় কলাপাতা পেতে ভরপেট মাছভাত খেলেন তিনি ৷
গত 12 জুলাই ধূপগুড়ির জনসভায় যাওয়ার পথে মাঝরাস্তায় দোমহনী হাটের অবস্থা যাচাই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ হাটের বেহাল দশা দেখে রীতিমতো ক্ষুদ্ধ হয়েছিলেন ৷ জেলা পরিষদের সভাধিপতিকে ফোনে নির্দেশ দিয়েছিলেন, দ্রুত হাটের অবস্থা উন্নত করতে ৷ প্রায় একবছরের মাথায় ফের সেই হাট পরিদর্শনে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ কেমন অবস্থা হাটের ? লোকজনের কোনও সমস্যা হচ্ছে কিনা ? তা নিজে সরেজমিনে খতিয়ে দেখলেন অভিষেক ৷ সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন তিনি ৷ জানালেন, বর্তমানে হাটের অবস্থা ভালো হয়েছে ৷ ক্রেতা ও বিক্রেতাদের সমস্যা মিটেছে সংস্কারের পর ৷